পেনাল্টির ওপর রাগ করেছেন ইব্রা
এসি মিলানের হয়ে এই বয়সেও রয়েছেন দুর্দান্ত ফর্মে। তবু মন ভালো নেই জ্লাতান ইব্রাহিমোভিচের। ১২ গজি শটের ধাঁধায় পড়েছেন তিনি। জট খুলছে না কোনোভাবেই।
ইতালিয়ান সিরি ‘আ’ তে কাল হেল্লাস ভেরোনার মুখোমুখি হয়েছিল এসি মিলান। এ ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে পারেননি ইব্রা। তাতে দল যে হেরেছে তা নয়, ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে মিলান। সমতাসূচক গোলটাও ইব্রারই করা। তবু খুশি হতে পারছেন না সাবেক সুইডিশ স্ট্রাইকার। ৬৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে না পারাটাই পোড়াচ্ছে তাঁকে।
ইব্রার নেওয়া শেষ ৬টি পেনাল্টি শটের মধ্যে ৪টি-ই জাল ছুঁতে পারেনি। মানে গোল করতে পারেননি। এর মধ্যে ব্যর্থ হলেন টানা তিনটি পেনাল্টি শটে। ৩৯ বছর বয়সী এ স্ট্রাইকার তাই মিলানের হয়ে আর পেনাল্টি শট নিতে চান না। কাল ম্যাচ শেষে তেমন ইঙ্গিতই দিলেন ইব্রা, ‘রাগ লাগছে। কারণ ড্র-টা পর্যাপ্ত ফল নয় আমাদের জন্য। আমরা অনেক সুযোগ পেয়েছিলাম। নিজে পেনাল্টি থেকে গোল করতে পারিনি। এরপর পেনাল্টি শট নেওয়ার সুযোগ পেলে তা (ফ্রাঙ্ক) কেসিকে দিয়ে দেব। এটাই ভালো।’
৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মিলান। পয়েন্ট টেবিলে তাকিয়ে ইব্রা বলেন, ‘এখান থেকে সামনে এগিয়ে যেতে, আত্মবিশ্বাস হারালে চলবে না। টেবিলে এখন যে অবস্থা তাতে আমরা সব ম্যাচই জিততে চাই।’ টেবিলে দ্বিতীয় সাসসুয়োলো থেকে ২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আন্তর্জাতিক বিরতিতে গেল ইতালিয়ান ক্লাবটি। সিরি ‘আ’ তে মিলানের হয়ে ৫ ম্যাচ খেলেছেন ইব্রা। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৯ ম্যাচ। বয়সের ভারটা একটু হলেও টের পাচ্ছেন ইব্রা, ‘সামনে অনেক ম্যাচ আছে। কিন্তু ক্লান্ত হলে শতভাগ দেওয়া যায় না। সৌভাগ্যবশত আন্তর্জাতিক বিরতি আছে। আমার বিশ্রাম প্রয়োজন। গোলের সামনে সেই প্রতিজ্ঞা ও ধার খুঁজে পাচ্ছি না।’
তবে বয়সের ভার নিয়েই সিরি ‘আ’ তে নিজের ঝলক দেখিয়ে যাচ্ছেন ইব্রা। এ মৌসুমে তিনি সর্বোচ্চ গোলদাতা। ৫ ম্যাচে করেছেন ৮ গোল। একটি গোল বানিয়েও দিয়েছেন। নেদারল্যান্ডস, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ডের ক্লাব ফুটবলে সাফল্য পাওয়া ইব্রা জানালেন, ইতালিয়ান ফুটবলই স্ট্রাইকারদের জন্য সবচেয়ে কঠিন, ‘আমি অনেক দেশেই খেলেছি। এর মধ্যে স্ট্রাইকারদের জন্য ইতালিই সবচেয়ে কঠিন। অনেক দল শীর্ষ ওঠার লড়াই করছে। অনেকে সেরা ফর্মে এখনো আসতে পারেনি। যারা ভালো অবস্থায় থাকবে তারাই শিরোপা জিতবে।’