পেনাল্টি থেকে গোল করতে পারে না স্পেন
পেনাল্টি নিয়ে স্পেনের হয়েছেটা কী!
ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে এমনটা ভাবা অস্বাভাবিক নয় যে স্পেনের জার্সিতে পেনাল্টি থেকে কেউ গোল করতে পারে না। টানা চারটি পেনাল্টি যদি মিস হয়, তাহলে তো লোকে এমনটা বলতেই পারে!
কাল রাতে তো পেনাল্টি মিসের বড় খেসারতই দিতে হয়েছে স্পেনকে। ১ গোলে এগিয়ে গিয়েও পোল্যান্ডের বিপক্ষে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। ১-১ গোলে সমতা থাকা অবস্থায় পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন জেরার্দ মোরেনো। এই নিয়ে টানা চারটি পেনাল্টি মিস করলেন স্পেনের ফুটবলাররা। জাতীয় দলের ইতিহাসে যা রেকর্ড।
স্পেনের এই চার পেনাল্টি মিসের শুরুটা করেছিলেন সের্হিও রামোস। তাও আবার জোড়া পেনাল্টি মিসে। গত নভেম্বরে ইউরোপিয়ান নেশনস লিগের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে দুইবার স্পটকিক থেকে গোল করতে পারেননি রামোস। ম্যাচটিতে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্পেন। মাঝে পেনাল্টি মিস করেছেন আবেল রুইজ। ইউরোর প্রস্তুতির জন্য ৯ জুন লিথুনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল স্পেন। ৪-০ গোলে জিতলেও পেনাল্টি মিস করেছিলেন রুইজ।
স্পেনের পেনাল্টি মিসের ‘রোগ’ অবশ্য নতুন নয়। ২০১২ ও ২০১৩ সালের মধ্যে ব্রাজিল, তাহিতি আর ফ্রান্সের বিপক্ষে টানা তিনটি পেনাল্টি মিস করেছিলেন যারা তাদের মধ্যে রামোসের নামটা আছে। বাকি দুই পেনাল্টি মিস ছিল ফার্নান্দো তোরেস আর সেস ফ্যাব্রিগাস।
ডেভিদ ভিয়া ও আরও এক কাঠি ওপরে। ২০০৯ সালে তিনি একাই পরপর তিনটি পেনাল্টি মিস করেছিলেন দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম ও বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে।