পেটব্যথার কথা বিশ্বাস না করে দেম্বেলেকে ক্লাবে ডেকে পাঠাল বার্সেলোনা
উসমান দেম্বেলের সঙ্গে বার্সেলোনার সম্পর্কচ্ছেদ এখনো হয়নি। চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের মতের মিল না হওয়ায় দেম্বেলেকে ৩১ জানুয়ারির মধ্যে ক্লাব ছাড়তে বলেছে বার্সেলোনা। ওদিকে দেম্বেলে বলেছেন, তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে লাভ হবে না। এই সপ্তাহে চুক্তি নিয়ে আবার দুই পক্ষের বসার কথা। তার আগে ক্লাবের সঙ্গে শীতল সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়েছেন ফ্রেঞ্চ স্ট্রাইকার। ক্লাবে অনুশীলনে ফাঁকি দিতে চেয়েছেন।
আজ সকালে পেটব্যথার কথা বলে অনুশীলনে না আসার কথা জানান দেম্বেলে। কিন্তু বার্সেলোনা সেটা বিশ্বাস করেনি। চিকিৎসকেরা তাঁকে ক্লাবে যেতে বাধ্য করে বলেছেন, সেখানেই পরীক্ষা করে দেখা হবে, কেন তাঁর পেট ব্যথা হচ্ছে!
আগামী ৩০ জুন বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে দেম্বেলের। মৌসুমের শুরু থেকেই তাঁর চুক্তি নবায়নের চেষ্টা চলছে। বার্সেলোনা চাইছিল, বেতন কমিয়ে চুক্তি হোক। ওদিকে দেম্বেলে বেতন চাইছিলেন বছরে করসহ চার কোটি! বার্সেলোনা তাতে রাজি হওয়ার কোনো কারণ দেখেনি। দেম্বেলের এজেন্ট বলেছেন, প্রস্তাব না মানলে চুক্তি নবায়ন হবে না। বার্সেলোনা হুমকি দিল, সে ক্ষেত্রে তাঁকে ছয় মাস ক্লাব বসিয়ে রাখবে।
দেম্বেলের পক্ষ হাল না ছেড়ে পাল্টা বলেছে, এমন হুমকিতে কাজ হবে না। দেম্বেলে দরকার হলে বসে বসে বেতন গুনবেন। বার্সেলোনা তখন প্রকাশ্যে জানিয়ে দিল, এভাবে কাউকে বসিয়ে রাখতে রাজি নয় তারা, দেম্বেলে যেন ৩১ জানুয়ারির মধ্যে নতুন দল খুঁজে নেন।
কিন্তু চুক্তিবদ্ধ এক খেলোয়াড়ের তো নতুন দল খোঁজার প্রয়োজন নেই। তাই ফরোয়ার্ডের পক্ষ থেকে অতটা গা করা হয়নি। চার দিন পেরিয়ে গেলেও দেম্বেলের বার্সা ছাড়ার কোনো লক্ষণ নেই। এর মধ্যেই এই সপ্তাহে দুই পক্ষের আবার আলোচনায় বসার খবর এসেছে।
এর মধ্যে গতকাল দেম্বেলে আরেক কারণে খবর হয়েছেন। গতকাল অনুশীলনে যোগ দেননি এই উইঙ্গার। ২৪ বছর বয়সীর অনুপস্থিতির কারণ হিসেবে বলা হয়েছে, তাঁর পেটে ব্যথা। তবে টুইট বার্তায় যেভাবে শব্দ ব্যবহার করেছে বার্সেলোনা, তাতে স্পষ্ট যে বার্সেলোনা এই ব্যাখ্যা বিশ্বাস করছে না। গতকাল টুইটে বলা হয়েছে, ‘আজ সিউতাত এস্পোর্তিভা হোয়ান গাম্পারে (বার্সার অনুশীলন মাঠ) মূল দলের খেলোয়াড় উসমান দেম্বেলের থাকার কথা ছিল। কিন্তু পেটের সমস্যার কথা বলে হাজির হননি তিনি।’
গতকাল রাতে আলাভেসের সঙ্গে ম্যাচ শেষে আজ আবার অনুশীলনে নেমেছে বার্সেলোনা। স্প্যানিশ পত্রিকা এএসের প্রতিবেদক হাভিয়ের মিগেল বলেছেন, আজও ক্লাবের অনুশীলনে যোগ দেওয়ার ইচ্ছা ছিল না দেম্বেলের। পেটব্যথার কথা বলেছিলেন। কিন্তু ক্লাব আজ আর সে কথা মেনে নেয়নি। ক্লাব চিকিৎসকেরা তাঁকে বলেছেন, পেটব্যথা নিয়েই ক্লাবে হাজির হতে। তাঁরা পরীক্ষা করে দেখবেন সবকিছু। স্থানীয় সময় ১২টা নাগাদ ক্লাবের অনুশীলন মাঠে এসেছেন দেম্বেলে।
মজার ব্যাপার, ক্লাবে এসেই সম্ভবত সুস্থ হয়ে উঠেছেন দেম্বেলে। কারণ, একটু আগেই দেম্বেলের অনুশীলন করার ছবি দিয়েছে বার্সেলোনা!