পুলিশ দলকে ৫ লাখ টাকা জরিমানা
ফুটবল মাঠে মারামারির করাকে কেন্দ্র করে শাস্তি পেয়েছেন পুলিশের ফুটবলাররা। চার ফুটবলারকে নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়েছে
খেলার মাঠের মারামারির জের ধরে শাস্তি পেতেই হতো পুলিশ ফুটবল ক্লাবকে। বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন দল পুলিশ এফসিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ক্লাবের চার ফুটবলার, ফিজিও এবং পুলিশ সদস্যকেও আলাদা মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে। করা হয়েছে আর্থিক জরিমানাও।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২৪ মে চ্যাম্পিয়নশিপ লিগের শেষ ম্যাচের পুরস্কার বিতরণীর পর ক্লাবটির চার খেলোয়াড়, ফিজিও ও পুলিশ সদস্য মোহাম্মদ শামীমের হাতে লাঞ্ছিত হয়েছিলেন বাফুফের প্রিমিয়ার লিগ কমিটির ম্যানেজার তাহের বিন আনসারি ও নিরাপত্তাকর্মী মিজানুর রহমান। এ ঘটনায় আজ বাফুফের ডিসিপ্লিনারি কমিটি ফুটবলার আজমি ওমর এবং সারোয়ার হোসেনকে ৯ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে আমিরুল ইসলাম ও তারেক আজিজকে। এই চার ফুটবলারকে নিষেধাজ্ঞার পাশাপাশি ১ লাখ টাকা করে আর্থিক জরিমানাও গুনতে হবে।
ফিজিও শান্তনু মল্লিককে নিষিদ্ধ করা হয়েছে ৯ ম্যাচের জন্য। পাশাপাশি তাঁকে জরিমানা করা হয়েছে ২ লাখ টাকা। আর পুলিশ সদস্য মোহাম্মদ শামীমকে বাংলাদেশের সব স্টেডিয়ামে আজীবন নিষিদ্ধ করেছে ডিসিপ্লিনারি কমিটি। পুলিশ দলের শাস্তির ব্যাপারে আলাদা কোনো ছাড় দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ‘আমরা ম্যাচ কমিশনারের প্রতিবেদন, ভিডিও ফুটেজ এবং জাতীয় দৈনিকে প্রকাশিত পত্রিকার প্রতিবেদন দেখেই এ সিদ্ধান্ত নিয়েছি। পুলিশ বলে শাস্তি কমার কোনো সুযোগ নেই। তা ছাড়া পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।’