২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পিএসজির ‘সম্পত্তি’ নঁতের ঘরে

ফ্রেঞ্চ কাপের ট্রফি নিয়ে নঁতের জয়সূচক গোল করা লুদোভিচ ব্লাসের উচ্ছ্বাসছবি: রয়টার্স

ফ্রেঞ্চ কাপের শিরোপা যেন নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল পিএসজি। ২০১৫ থেকে ২০২১—এ ৭ বছরের ৬ বারই ফ্রেঞ্চ কাপের ট্রফি জিতেছে প্যারিসের ক্লাবটি। পিএসজির এ ‘সম্পত্তি’ এবার ঘরে তুলেছে নঁতে। সাঁত দেনিসের স্তাদ দো ফ্রান্স স্টেডিয়ামে কাল ফাইনালে নিসকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে ২২ বছর পর কাপের শিরোপা জিতল তারা।

নঁতেকে জেতাতে ৪৭ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন লুদোভিচ ব্লাস। ২০০১ সালে ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র পর এটাই নঁতের প্রথম কোনো বড় শিরোপা জয়। আর এই শিরোপা জয়ে দলটির আরও একটি অর্জন নিশ্চিত হয়েছে। কাপের শিরোপা জেতায় সরাসরি ইউরোপা লিগে খেলার টিকিট পাচ্ছে নঁতে। ২০ বছর পর আবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার আনন্দে ভাসছে তারা।

নঁতের খেলোয়াড়দের শিরোপা জয়ের উচ্ছ্বাস
ছবি: রয়টার্স

শিরোপাজয়ী নঁতের ডাগআউটে ছিলেন তাদের সাবেক খেলোয়াড় আঁতোয়ান কুম্বারে। কাতারি মালিক পিএসজির দায়িত্ব নেওয়ার পর প্যারিসের ক্লাবটি থেকে প্রথম বরখাস্ত হওয়া এ কোচ নঁতেকে শিরোপা জেতাতে পেরে মহাখুশি, ‘আমি স্বপ্নেও ভাবিনি, কখনো নঁতের কোচ হবো এবং দলটির হয়ে একটি শিরোপা জিতব।’

কুম্বারে এরপর যোগ করেন, ‘আমরা বাজে অবস্থা থেকে উঠে এসেছি। গত বছর তো আমরা লিগ দুইয়ে নেমে যেতে পারতাম। এখন আমরা ইউরোপা লিগে খেলব। আমার কাছেই এটা অবিশ্বাস্য লাগছে। এটা অসাধারণ এক ব্যাপার। বলতে গেলে মিরাকল।’

২২ বছর পর ফ্রেঞ্চ কাপ জয়, আনন্দটা তো এমন হবেই নঁতের খেলোয়াড়দের
ছবি: রয়টার্স

নিসের গল্পটা নঁতের ঠিক বিপরীত। মৌসুমের বেশির ভাগ সময়েই মনে হচ্ছিল, আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেবে তারা। কিন্তু শেষ দিকে এসে অনেকটাই খেই হারিয়ে ফেলেছে দলটি। ৩৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগে এই মুহূর্তে ষষ্ঠ স্থানে আছে। ফ্রেঞ্চ কাপের শিরোপা না জেতায় এখন তাদের শঙ্কা জেগেছে আগামী বছর ইউরোপিয়ান প্রতিযোগিতাতেই না থাকার।

সব মিলিয়ে দলটির কোচ ক্রিস্তোফ গালতিয়ের খুব হতাশ, ‘এটা হতাশাজনক। আপনি যখন ফাইনালে খেলবেন এবং ট্রফি জেতার সুযোগ আসবে, আপনাকে সবকিছু দিয়ে সেটা জেতার চেষ্টা করতে হবে।’