পিএসজিও ‘না’ করে দিল রোনালদোকে

কেউই চায় না রোনালদোকে!ফাইল ছবি

তাহলে কি কেউই চাইছে না ক্রিস্টিয়ানো রোনালদোকে! অবস্থাদৃষ্টে সেটাই মনে হচ্ছে। চ্যাম্পিয়নস লিগ খেলার আশায় ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার আগ্রহের কথা ঠারেঠোরে জানিয়ে দিয়েছেন এই পর্তুগিজ তারকা। কিন্তু তাঁর মতো তারকাকে নিতে পারে—চ্যাম্পিয়নস লিগে খেলা এমন কোনো দলই রোনালদোকে দলে টানার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না।

কিছুদিন আগে শোনা গিয়েছিল, রবার্ট লেভানডফস্কি চলে গেলে সে জায়গায় রোনালদোকে আনতে পারে বায়ার্ন। তবে জার্মান চ্যাম্পিয়নদের প্রধান নির্বাহী অলিভার কান দেশটার ফুটবলবিষয়ক ম্যাগাজিন কিকারকে জানিয়েছিলেন, নিজেদের দর্শন থেকে সরে এসে বাড়তি বেতনে রোনালদোকে দলে টানতে চায় না বায়ার্ন। চেলসির নতুন মালিক টড বোয়েলির সঙ্গেও কথাবার্তা বলে রেখেছিলেন রোনালদোর মুখপাত্র জোর্জে মেন্দেজ, কিন্তু সেখান থেকেও ইতিবাচক কিছু শোনেননি রোনালদোরা। চেলসির কোচ টমাস টুখেল নাকি রোনালদোকে দলে চাইছেন না।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন

এবার আরেক জায়গা থেকেও ‘না’ শুনলেন রোনালদো। এবার রোনালদোকে ‘না’ করে দিয়েছে পিএসজি। মেসি-নেইমার-এমবাপ্পেদের সঙ্গে রোনালদোও খেলবেন—এমন আশা কেউ করে থাকলে, সে আশায় গুড়েবালি!

খবর দিয়েছেন ফ্রান্সের নির্ভরযোগ্য ফুটবলবিষয়ক সাংবাদিক লরেন্স ইউলিয়েন। কিলিয়ান এমবাপ্পে যে রিয়ালে পাড়ি জমাবেন না, পিএসজিতেই থেকে যাবেন—এ খবর সবার আগে বের করে যে সাংবাদিক কিছুদিন আগেও আলোচনায় এসেছিলেন। ইউলিয়েনের মতে, রোনালদোর এজেন্ট জোর্জে মেন্দেজ পিএসজির কাছে ধারণা দিয়েছিলেন, যেন তারা রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে কিনে নেয়। কিন্তু পিএসজিই মেন্দেজের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। একই খবর দিয়েছে ফরাসি গণমাধ্যম লেকিপও।

মেসি-নেইমারদের সতীর্থ হওয়া হচ্ছে না রোনালদোর?
ছবি: এএফপি

ওদিকে ইএসপিএন জানিয়েছে, মেন্দেজ সরাসরি রোনালদোর ব্যাপারে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি ও নতুন আসা ক্রীড়া পরিচালক লুইস কাম্পোসের সঙ্গে কথা বলেছেন। কেউই রোনালদোকে দলে নেওয়ার ব্যাপারে তেমন আগ্রহ দেখাননি। পিএসজি নাকি জানিয়েছে, মেসি-নেইমার-এমবাপ্পের পর রোনালদোর মতো তারকাকে পোষার মতো টাকা খরচ করতে রাজি নয় তারা।

আরও পড়ুন