পাকিস্তান দলে এ কদিনেই হাঁপিয়ে উঠলেন ইউনিস খান!
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের খুঁটিনাটি শেখাবেন সাবেক অধিনায়ক ইউনিস খান—এমনটাই কথা ছিল। কিন্তু কোথায় যেন সে সুরটা কেটে গেল। পাকিস্তানের ব্যাটিং কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন সাবেক এই অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান। দুই পক্ষের সম্মতিতেই ইউনিসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেরাই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে বিষয়টা।
গত নভেম্বরে নিয়োগ দেওয়া হয়েছিল ইউনিসকে। চুক্তি ছিল দুই বছরের। এক বছর যেতে না যেতেই বাবর আজমদের কোচিং করাতে গিয়ে যেন হাঁপিয়ে গেলেন ইউনিস। এ কারণে সামনের ইংল্যান্ড সফরে কোনো ব্যাটিং কোচ ছাড়াই যাবে পাকিস্তান।
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, ‘ইউনিস খানের মতো অভিজ্ঞতাসম্পন্ন ও মানসম্পন্ন একজন কোচকে হারানো আসলেই অনেক কষ্টের। অনেক কথাবার্তা ও আলাপ-আলোচনার পর দুই পক্ষই এই সিদ্ধান্তে এসেছে যে ইউনিস ব্যাটিং কোচের পদ থেকে অব্যাহতি নিলে উভয় পক্ষেরই মঙ্গল।’
গত নভেম্বরে নিয়োগ দেওয়া হয়েছিল ইউনিসকে। চুক্তি ছিল দুই বছরের। এক বছর যেতে না যেতেই বাবর আজমদের কোচিং করাতে গিয়ে যেন হাঁপিয়ে গেলেন ইউনিস। এ কারণে সামনের ইংল্যান্ড সফরে কোনো ব্যাটিং কোচ ছাড়াই যাবে পাকিস্তান।
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, ‘ইউনিস খানের মতো অভিজ্ঞতাসম্পন্ন ও মানসম্পন্ন একজন কোচকে হারানো আসলেই অনেক কষ্টের। অনেক কথাবার্তা ও আলাপ-আলোচনার পর দুই পক্ষই এই সিদ্ধান্তে এসেছে যে ইউনিস ব্যাটিং কোচের পদ থেকে অব্যাহতি নিলে উভয় পক্ষেরই মঙ্গল।’