পরচুলার আবার আসল কী ?

হলুদ কার্ড দেখেছেন কন্তে।ছবি : এএফপি

ম্যাচে তখন ১-১ গোলের সমতা। দুই দলের কেউ কাউকে ছেড়ে কথা কইছে না। পেনাল্টি থেকে রোমেলু লুকাকু ইন্টার মিলানকে এগিয়ে দেওয়ার চার মিনিট পরই সমতা ফিরিয়েছে সেভিয়া, ডাচ স্ট্রাইকার লুক ডি ইয়ংয়ের দুর্দান্ত হেডে। এর পরেই দেখা গেল প্রতিদ্বন্দ্বিতার আসল ঝাঁজ।  

মাঠের বাইরে থাকা ইন্টার কোচ আন্তোনিও কন্তেকে বচসা শুরু হয়ে যায় সেভিয়ার আর্জেন্টাইন মিডফিল্ডার এভার বানেগার। স্কাই স্পোর্টস ইতালিয়ার খবর, ম্যাচের ১৫ মিনিটের দিকে টাচলাইনে দাঁড়িয়ে থাকা কন্তের দিকে এগিয়ে যান বানেগা।

ভিডিওতে দেখা যায়, রেফারির কোনো একটা সিদ্ধান্তে অখুশি কন্তে চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন। বানেগা তাঁকে তখন কিছু একটা বললে কন্তের রাগটা গিয়ে পড়ে সেভিয়া মিডফিল্ডারের ওপর। দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে কন্তের দিকে তাকিয়ে নিজের মাথায় হাত বোলাতে বোলাতে বানেগা জিজ্ঞেস করেন, ‘দেখি তো, তোমার পরচুলটা আসল না নকল!’ পরচুলা তো পরচুলাই, সেটির আবার কী আসল কী নকল? সেটি জেনেও কন্তেকে রাগিয়ে দেওয়ার চেষ্টা আর কি বানেগার!

স্বাভাবিকভাবেই কথাটা গায়ে লেগে যায় কন্তের। খেলোয়াড়ি জীবনে টাক থাকা কন্তে কোচ হওয়ার পর বেশ কবার চুল প্রতিস্থাপন প্রক্রিয়ার সাহায্য নিয়েছেন। সে দিকেই ইঙ্গিত করেছেন বানেগা। আজীবন আগ্রাসী কন্তে এর আগেও টাচলাইনে আবেগের বহিঃপ্রকাশ দেখিয়ে আলোচনায় এসেছিলেন, বানেগার ওই কথা যেন ইন্টার কোচকে আরও তাতিয়ে দেয়। বানেগার দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন কন্তে। লাভ হয়নি। উল্টো রেফারি ড্যানি ম্যাকেলি কন্তেকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেন। ‘ম্যাচের পরে তোমাকে দেখে নেব’—এত কিছুর মধ্যে বানেগাকে এই হুমকিটা দিয়ে রেখেছিলেন কন্তে!

শিরোপার অনেক কাছে গিয়েও সেটি ছুঁয়ে দেখা হয়নি কন্তে আর ইন্টারের।
ছবি: রয়টার্স

দিন শেষে জয় হয়েছে বানেগারই। ৩-২ গোলে জেতা ম্যাচে বানেগা দুর্দান্ত খেলছেন, এক গোলে সহায়তা করেছেন। আগেই খবর বেরিয়েছিল, এটাই হতে যাচ্ছে সেভিয়ার জার্সি গায়ে ৩২ বছর বয়সী আর্জেন্টাইনের শেষ ম্যাচ। ইউরোপা লিগের ইতিহাসের অন্যতম সেরা এই মিডফিল্ডার শেষ ম্যাচটা রাঙাতে চেয়েছিলেন শিরোপা দিয়ে। রাঙিয়েছেন বটে!

ওদিকে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আলোচনার জন্ম দিয়েছেন কন্তে। সামনের মৌসুমে ইন্টারে থাকবেন কি না, সে নিয়ে ধোঁয়াশার সৃষ্টি করেছেন এই মৌসুমেই ইন্টারের দায়িত্ব নেওয়া ৫১ বছর বয়সী ইতালিয়ান, ‘সামনের সপ্তাহে ক্লাবের কর্তাব্যক্তিদের সঙ্গে দেখা করব। সেখানেই নির্ধারিত হবে আমার ভবিষ্যৎ। জানি না আমি সামনের মৌসুমে ইন্টারের কোচ থাকব কি না। আমরা একসঙ্গে সিদ্ধান্ত নেব। ইন্টারের ভবিষ্যতে কি হবে, আমি থাকব নাকি থাকব না, সেটা তখন দেখা যাবে।’