পচেত্তিনোকে বিদায়ের কথা জানিয়ে দিয়েছে পিএসজি
পিএসজি ছাড়তেই হচ্ছে মরিসিও পচেত্তিনোকে। এ ব্যাপারে দুই পক্ষই একটি ঐকমত্যে পৌঁছেছে বলে জানা গেছে। এর ফলে পিএসজিকে ফরাসি লিগ জেতানোর দুই মাসের মাথায় বিদায় নিতে হচ্ছে আর্জেন্টাইন কোচকে।
২০২৩ সালের জুন পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি ছিল পচেত্তিনোর। ২০২১ সালের জানুয়ারিতে টমাস টুখেল বরখাস্ত হওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন পচেত্তিনো। প্যারিসে এসেই তিনি জিতেছিলেন ফ্রেঞ্চ কাপ। কিন্তু লিগ জিততে পারেননি। এরপর এবার পেয়েছেন নিজের কোচিং ক্যারিয়ারে প্রথম লিগ শিরোপা। কিন্তু ফ্রেঞ্চ কাপ তো বটেই, চ্যাম্পিয়নস লিগেও তিনি ব্যর্থ। মেসি, নেইমার এমবাপ্পেদের নিয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে না পারাটাই কাল হয়েছে পচেত্তিনোর।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে বিদায় নেওয়ার পরই পচেত্তিনোর বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। প্রথম লেগে ১–০ গোলে জিতেছিল পিএসজি, দ্বিতীয় লেগেও এগিয়ে গিয়েছিল। কিন্তু এরপর যেভাবে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা জিতে নিয়েছিল, সেটি পিএসজির গোটা দলের জন্যই ছিল হতাশাজনক। বেনজেমা দারুণ এক হ্যাটট্রিক করেছিলেন। এই ব্যর্থতায় সমর্থকেরাও বাজে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। মেসি, নেইমার, এমবাপ্পেদের মাঠেই দুয়োধ্বনি দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছিলেন সমর্থকেরা। ফরাসি ফুটবলের ঘরোয়া সাফল্য এখন আর পিএসজির জন্য বিশেষ কিছু নয়। ২০১১ সালে কাতারি মালিকানায় যাওয়ার পর থেকে বদলে যাওয়া দলটি যে চ্যাম্পিয়নস লিগ জিতে ইউরোপের কুলীন ক্লাবগুলোর একটি হতে চায়।
সামনের মৌসুমে নতুন উদ্যমে চ্যাম্পিয়নস লিগের জন্য ঝাঁপাতে চায় পিএসজি। সেটির পথে বড় বাধাই হয়ে ছিলেন আর্জেন্টাইন কোচ। কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে তিনি পরের মৌসুমে পিএসজির কোচ হিসেবে থাকার ব্যাপারে ইতিবাচক মন্তব্যই করেছিলেন। কিন্তু ইংলিশ ওয়েবসাইট দ্য অ্যাথলেটিক জানাচ্ছে, আজ পিএসজিতে পচেত্তিনোর চাকরি দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই শেষ হয়ে গেছে। এ ব্যাপারে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
গত সপ্তাহেই কাজটা সেরে ফেলেছে পিএসজি। দ্য মিরর জানিয়েছে, পচেত্তিনো গেল সপ্তাহেই পিএসজির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন। সেখানেই তাঁর চাকরি ছেড়ে দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। পিএসজির সূত্র মিররকে জানিয়েছে, দুই পক্ষই নিজেদের জন্য ‘সেরা সমাধান’ বেছে নিয়েছে।
এখন পিএসজিতে পচেত্তিনোর উত্তরসূরি কে হবেন? মাঝে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের নাম শোনা যাচ্ছিল। ফ্রান্সের প্রেসিডেন্টও জিদানকে পিএসজির কোচ হিসেবে দেখতে চাইছিলেন। পিএসজির কাতারি মালিকপক্ষও জিদানের ব্যাপারে আগ্রহী। কিন্তু শোনা যাচ্ছে জিদান নিজেই পিএসজির কোচ হতে আগ্রহী নন। তিনি আগ্রহী ফ্রান্স জাতীয় দলের কোচের পদ নিয়ে। এর পাশাপাশি পিএসজির প্রকল্পও নাকি একেবারেই পছন্দ নয় ফরাসি তারকার।
এ মুহূর্তে নাম শোনা যাচ্ছে ৫৫ বছর বয়সী ক্রিস্তোফ গালতিয়েরের নাম। এ মৌসুমের নিসের কোচ হিসেবে পিএসজিকে তিনি ফ্রেঞ্চ কাপের শেষ ষোলো থেকে বিদায় করে দিয়েছিলেন। ২০২০–২১ মৌসুমে পিএসজিকে পেছনে ঠেলে লিলের কোচ হিসেবে জিতেছিলেন ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র শিরোপা।
এ মুহূর্তে নাম শোনা যাচ্ছে ৫৫ বছর বয়সী ক্রিস্তোফ গালতিয়েরের নাম। এ মৌসুমের নিসের কোচ হিসেবে পিএসজিকে তিনি ফ্রেঞ্চ কাপের শেষ ষোলো থেকে বিদায় করে দিয়েছিলেন। ২০২০–২১ মৌসুমে পিএসজিকে পেছনে ঠেলে লিলের কোচ হিসেবে জিতেছিলেন ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র শিরোপা।
োপিএসজির চাকরি ছেড়ে পচেত্তিনো এখন কোথায় যাবেন? ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার যে কথাবার্তা উঠেছিল, সেটি এখন অপ্রাসঙ্গিক। গত এপ্রিলেই ইউনাইটেড রালফ রাংনিকের উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছে আয়াক্স আমস্টারডামের এরিক টেন হাগকে। পরে পচেত্তিনোর টটেনহামে ফেরার কথা উঠেছিল। কিন্তু তারাও কোচ হিসেবে দায়িত্ব দিয়ে দিয়েছে ইতালীয় কোচ আন্তোনিও কন্তেকে। রিয়াল মাদ্রিদের সঙ্গে পচেত্তিনোর নাম অনেকদিন ধরে জড়িয়ে থাকলেও সেখানে গত মৌসুমে লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতা কার্লো আনচেলত্তির চাকরি নিয়ে এখন কোনো শঙ্কাই নেই।