পচেত্তিনো ‘শতভাগ নিশ্চিত’ নিজের ও এমবাপ্পের ব্যাপারে
মরিসিও পচেত্তিনো আগামী মৌসুমে পিএসজির ডাগআউটে থাকবেন কিনা, সেটি নিয়ে আলোচনা আছে। প্যারিসের ক্লাবটি নতুন কোচ খুঁজে নেবে নিজেদের স্বপ্নের বাস্তবায়নে, এটা প্রায় সবাই বলছেন। কিন্তু কোচ পচেত্তিনো শতভাগ নিশ্চয়তা দিয়েছেন, তিনি আগামী মৌসুমেও পিএসজিতেই থাকছেন। সেই সঙ্গে কিলিয়ান এমবাপ্পেও যে পিএসজি ছাড়বেন না, সে ব্যাপারে নিশ্চয়তাই দিয়েছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর থেকেই পচেত্তিনোকে নিয়ে প্রশ্ন উঠেছে। কিলিয়ান এমবাপ্পে তো রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্য এক পা বাড়িয়েই রেখেছেন। এই গ্রীষ্মেই পিএসজির সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে যাবে। তখন আর তাঁর দলবদলে কোনো বাধা থাকবে না।
রিয়ালে যাওয়া নিয়ে সমর্থকদের তোপের মুখেই পড়েছিলেন এমবাপ্পে। তবে এরপর পারফরম্যান্স দিয়েই তিনি আবার তাদের হৃদয় জয় করেছেন। এমবাপ্পে নিজের সাম্প্রতিক পারফরম্যান্সে পেছনে ফেলেছেন দুই তারকা মেসি ও নেইমারকেও। পিএসজি তাঁকে যেকোনো মূল্যেই রেখে দিতে চায়। পচেত্তিনোও বললেন, ‘এমবাপ্পের থেকে যাওয়ার সম্ভাবনা শতভাগ। আমার ক্ষেত্রেও তাই। আমিও থাকছি।’
কিসের ভিত্তিতে পচেত্তিনো এমন কথা বলছেন, সেটিও ব্যাখ্যা করে বুঝিয়েছেন, ‘আমি এর বেশি আর কী বলব! আমি আজ এটাই মনে করছি। তবে ফুটবলে আগামীকাল কী হবে, সেটি আমরা কেউই জানি না। তবে আমি উত্তরটা দিয়েছি আমার আজকের অনুভূতি বিচার করেই।’
চ্যাম্পিয়নস লিগে আগেভাগে বাদ পড়লেও পিএসজি এবার ফরাসি লিগের শিরোপা জিতেছে। এটি তাদের দশম লিগ শিরোপা। সেটি আবার চার ম্যাচ হাতে রেখেই। তবে চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতাটাই সমর্থকদের বেশি পোড়াচ্ছে। ফরাসি লিগে পিএসজির শিরোপা জেতাটা এখন আর তাদের কাছে খুব বড় কিছু নয়।
পিএসজির সঙ্গে পচেত্তিনোর চুক্তির মেয়াদ ফুরোবে ২০২৩ সালে। তবে সেটি আদৌ বাড়বে কি না বা ২০২৩ পর্যন্ত তিনি থাকবেন কি না, সে ব্যাপারে ক্লাবের সঙ্গে তাঁর কোনো আলাপ–আলোচনা হয়নি বলেই জানিয়েছেন তিনি, ‘এখনো পর্যন্ত আমার সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের এ নিয়ে কোনো কথা হয়নি। তবে সাধারণ আলাপ–আলোচনা তো হয়–ই।’