২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নেইমারের ১০ নম্বর জার্সি পরে আজ নামবেন মেসি

পিএসজিতে ১০ নম্বর জার্সি নেইমারই পরেনছবি: ইনস্টাগ্রাম

আর্জেন্টিনা দল এখন ব্যস্ত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ নিয়ে। বাংলাদেশ সময় আগামী পরশু কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ আছে আর্জেন্টিনার। কিন্তু অধিনায়ক লিওনেল মেসির এ নিয়ে ভাবার সময় নেই। তাঁকে যে আজই মাঠে নামতে হচ্ছে। বাংলাদেশ সময় রাত দুইটায় ফ্রেঞ্চ কাপে খেলতে নামবে পিএসজি। নিসের বিপক্ষে শেষ ষোলোয় পিএসজির এ ম্যাচ নিয়ে হঠাৎ বেশ আগ্রহ জন্মেছে।

আর্জেন্টাইন পত্রিকা ওলে বলছে, আজ রাতে নিজের ১০ নম্বর জার্সি ফেরত পাচ্ছেন মেসি। পিএসজিতে ১০ নম্বর জার্সিটা পরেন নেইমার জুনিয়র। এ মৌসুমে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার সময় নেইমার নাকি তাঁর জন্য সে জার্সি ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু মেসি নিজেই ৩০ নম্বর জার্সি বেছে নিয়েছিলেন। কিন্তু আজ নেইমারের অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি পরেই নাকি নামবেন মেসি!

ওলে যা বলছে

আন্তর্জাতিক ফুটবল বিরতির মধ্যে লিগে কোনো খেলা নেই। কিন্তু ঘরোয়া কাপ প্রতিযোগিতাগুলো এ সুযোগে হয়ে যাচ্ছে। অনেক দলকেই খেলতে হবে আফ্রিকান নেশনস কাপ ও দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ব্যস্ত থাকা খেলোয়াড়দের ছাড়াই। তবে করোনার ধাক্কা সামলে না ওঠা মেসি থেকে যাওয়ায় তাঁকে পাচ্ছে পিএসজি। আর এ সুযোগে কাপে এর আগে দেখা না যাওয়া মেসির আজ মাঠে নামার সম্ভাবনা অনেক বেশি। ওলের দাবি, মেসি আজ নামবেন এবং তাঁর পিঠে থাকবে ১০ নম্বর জার্সি। বহুদিন পর দেখা যাবে ‘এল এম টেন’–কে।

কেন ১০ নম্বর পরে নামবেন মেসি

পিএসজিতে ১০ নম্বর জার্সিটা নেইমারের। বার্সেলোনায় ১১ নম্বর জার্সি পরলেও ব্রাজিলে ১০ নম্বর জার্সিটাই পরেন নেইমার। তাই পিএসজিতে এসে সেটাই বেছে নিয়েছিলেন। মেসি যোগ দেওয়ার পরও তাঁকে সে জার্সি হারাতে হয়নি। বার্সেলোনায় শুরুতে ৩০ নম্বর জার্সি পরতেন বলেই আবেগকে প্রাধান্য দিয়ে ৩০-ই নিয়েছেন মেসি।

কিন্তু আজ মেসিকে জার্সি বদল করতে বাধ্য করছে ফ্রেঞ্চ কাপের নিয়ম। দেশটির সবচেয়ে পুরোনো প্রতিযোগিতার নিয়মে বলা আছে, শেষ ৩২, শেষ ১৬ ও কোয়ার্টার ফাইনালে দলের খেলোয়াড়দের জার্সি নম্বর ক্রমানুসারে হতে হবে। এ কারণে মূল একাদশে থাকা খেলোয়াড়দের ১ থেকে ১১ নম্বর জার্সি নিয়ে নামতে হয়। আর বেঞ্চে থাকা খেলোয়াড়দের পরতে হয় ১২ থেকে ২০ নম্বর জার্সি।

মেসি-নেইমারের বন্ধুত্ব মাঠের বাইরেও
ফাইল ছবি: রয়টার্স

পচেত্তিনোই ১০ পরাচ্ছেন মেসিকে

মেসি আজ ১৯ নম্বর জার্সি নিয়েও নামতে পারতেন। সে ক্ষেত্রেও আবেগে দোলা লাগত। ৩০–এর পর বার্সেলোনায় ১৯ নম্বর জার্সিও পরেছেন মেসি। রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শুরুর সময়টা আর ব্যালন ডি’অর মঞ্চে প্রথম ওঠা সে জার্সিতেই। পিএসজিতে এ নম্বর এখন কেউ পরেন না বলে মেসি চাইলে সে জার্সিও নিতে পারতেন। কিন্তু কোচ মরিসিও পচেত্তিনো জানিয়ে দিয়েছেন, একাদশে থাকবেন মেসি।

আর সে ক্ষেত্রে নেইমারের জায়গাটা নেবেন মেসি, ‘লিও এ সপ্তাহে খুব ভালোভাবে অনুশীলন করেছে। কোভিডের জন্য মাঝে কিছুদিন খেলেনি, গত সপ্তাহে ৩০ মিনিট খেলেছে। আমার ধারণা, নিসের বিপক্ষে সে একাদশে থাকার অবস্থায় আছে।’

নেইমার তাহলে কী পরবেন
চোট থেকে ফিরে এলে নেইমার নিজের জার্সি পরতে পারবেন। শুধু লিগে নয়, কাপেও যদি পিএসজি নিসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালেও যায়, সেখানে নেইমার তাঁর ১০ নম্বর জার্সি নিয়েই নামতে পারবেন। কারণ, নিয়মে বলা আছে, স্বাভাবিকভাবে যাঁর যাঁর জার্সি নম্বর নিয়ে খেলবেন।