নেইমারদের নয়, ১০ বছর পর ফ্রেঞ্চ লিগ লিলের
পা হড়কানো চলবে না! একটু এদিক–ওদিক হলেই বিপদ। ঘাড়ে যে নিশ্বাস ফেলছে পিএসজি নামের দানব। না, লিল পা হড়কায়নি। শেষ ম্যাচটায় অঁজের মাঠে আজ অঁজেকে২–১ গোলে হারিয়ে ১০ বছর পর ফ্রেঞ্চ লিগ ‘আঁ’ জিতে নিয়েছে উত্তর ফ্রান্সের ক্লাবটি। পেশাদার যুগে চতুর্থবার ফ্রান্সের শীর্ষ লিগ জিতল লিল।
পিএসজিও জিতেছে নিজেদের শেষ ম্যাচ। নেইমার–এমবাপ্পের দল ব্রেস্তকে হারিয়েছে ২–০ গোলে। তাতে শুধু রানার্সআপ হওয়াটাই নিশ্চিত হয়েছে আগের তিন মৌসুমে চ্যাম্পিয়নদের। চ্যাম্পিয়ন লিল ও রানার্সআপ পিএসজি আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলবে। ৩৮ ম্যাচে ৮৩ পয়েন্ট লিলের, পিএসজির পয়েন্ট ৮২।
লিল প্রথমার্ধেই এগিয়ে ছিল ২–০ গোলে। ১০ মিনিটে রেনাতো সানচেসের পাস থেকে ১৬ গজ দূর থেকে গোল করেন ২১ বছর বয়সী কানাডিয়ান ফরোয়ার্ড জোনাথন ডেভিড। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধানটা দ্বিগুণ করেন তুর্কি স্ট্রাইকার বুরাক ইলমাজ। ডেভিডকে ফেলে দিয়েছিলেন অঁজে গোলরক্ষক। ম্যাচের যোগ করা সময়ে অঁজে একমাত্র গোলটি করে।
ব্রেস্তের মাঠে আত্মঘাতী গোলে পিএসজি প্রথমার্ধে এগিয়ে ছিল ১–০ ব্যবধানে। আনহেল দি মারিয়ার কর্নার ব্রেস্ত মিডফিল্ডার রোমেইন ফাইভরের গায়ে লেগে ঢুকে যায় জালে্। ১৮ মিনিটে নেইমার পেনাল্টি বাইরে না পাঠালে প্রথমার্ধেই ২–০ গোলে এগিয়ে যেতে পারত পিএসজি। দ্বিতীয় গোলটি আসে ৭১ মিনিটে। এই গোলেরই উৎস দি মারিয়া। আর্জেন্টাইন ফরোয়ার্ডের পাস ধরে এগিয়ে আসা গোলকিপারকে কাটিয়ে এক ডিফেন্ডারের ধাক্কায় পড়ে গিয়েও গোল করতে ভুল করেননি এমবাপ্পে। এবারের লিগে এমবাপ্পের এটি ২৭তম গোল। টানা তৃতীয়বার সর্বোচ্চ গোলদাতা হলেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা।
লিল–পিএসজি সঙ্গে ফ্রেঞ্চ লিগ থেকে তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়নস লিগের জায়গা করে নিয়েছে মোনাকো। শেষ ম্যাচে লাঁসের সঙ্গে গোলশূন্য ড্র করা মোনাকো অবশ্য খেলব চ্যাম্পিয়নস লিগের তৃতীয় কোয়ালিফাইং রাউন্ডে। মোনাকোকে টপকে যাওয়ার সুযোগ ছিল লিওঁর সামনে। কিন্তু প্রথমার্ধে ২–১ গোলে এগিয়ে যাওয়া দলটি নিসের কাছে হেরে গেছে ৩–২ গোলে।