নিষেধাজ্ঞার সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা মুক্তিযোদ্ধার
গতকাল শাস্তি পেয়েছিল বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা। আজ মঙ্গলবার একই শাস্তি পেল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
আগামী ফেডারেশন কাপ থেকে নিষিদ্ধ করা হয়েছে মুক্তিযোদ্ধাকে। সঙ্গে পাঁচ লাখ টাকা আর্থিক জরিমানাও। আগামী ২৮ জানুয়ারির মধ্যে জরিমানার অর্থ জমা দিতে হবে বাফুফের তহবিলে।
বসুন্ধরা ও বারিধারার মতো সূচিতে অসঙ্গতি ও ঝুঁকিপূর্ণ টার্ফে ফেডারেশন কাপে খেলতে রাজি হয়নি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বাফুফেকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায় তারা।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ২৬ তারিখের ম্যাচ খেলতে যায়নি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। নিয়মানুযায়ী প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ওয়াকওভার পেয়ে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে।
আজ দুপুরে বাফুফের শৃঙ্খলা কমিটির সভায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাফুফের ডিসিপ্লিনারি কোডের ৩১ নম্বর ধারা এবং এবারের বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের ১৯.৩ ধারা অনুযায়ী সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল ক্লাবটিকে। কাল নির্ধারিত সময়ের মধ্যে জবাবও দিয়েছে মুক্তিযোদ্ধা।
ক্লাবের ম্যানেজার আরিফুল ইসলাম বলেন, ‘জবাবে আমরা লিখেছিলাম “আমরা খেলব না, সেটা বলেনি। আমরা বলেছিলাম ঘাসের মাঠে খেলতে চাই।” কিন্তু বাফুফে আমাদের সঙ্গে পুনরায় কোনো আলোচনা ছাড়াই শাস্তি দিয়ে দিল।’
এর বিরুদ্ধে আপিল করবেন বলেও জানালেন ক্লাবের ম্যানেজার।