২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নিজের পায়ে কুড়াল মারতে চান না জাভি

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দেম্বেলেকে দলে ডেকেছেন জাভিছবি: বার্সেলোনা

উসমান দেম্বেলের বার্সেলোনা–ক্যারিয়ার শেষ বলেই ধরে নেওয়া হয়েছিল। গত ১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের বিপক্ষে একাদশে থাকা ফ্রেঞ্চ ফরোয়ার্ডের চুক্তি নবায়ন করতে ব্যর্থ হয়েছে কাতালান ক্লাব। বার্সেলোনার আর্থিক দুরবস্থার মধ্যেও বেতন কমাতে রাজি হননি দেম্বেলে। এতে ক্ষুব্ধ হয়ে তাঁকে জানুয়ারির দলবদলেই নতুন ক্লাব খুঁজতে বলে দেয় ক্লাব। ওদিকে দেম্বেলেও গোঁ ধরে রয়ে গেছেন ক্লাবে।

বার্সেলোনার পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল, এল ক্লাসিকোই দেম্বেলের শেষ ম্যাচ হয়ে থাকবে। ক্লাব না ছাড়লে দেম্বেলেকে আর মাঠে নামাবে না বার্সেলোনা। অনুশীলনও করতে দেওয়া হবে না মূল স্কোয়াডের সঙ্গে। জানুয়ারিতে বার্সেলোনার কোনো ম্যাচেই দেখা যায়নি তাঁকে। তবে ফেব্রুয়ারিতে আর সে পথে এগোচ্ছে না ক্লাব। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে আতলেতিকো বিলবার বিপক্ষে দেম্বেলেকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছেন কোচ জাভি।

কাল একাদশে অবামেয়াংকে দেখার সম্ভাবনাই বেশি
ছবি: বার্সেলোনা

আতলেতিকোর বিপক্ষে বার্সেলোনার ম্যাচ যেকোনো প্রেক্ষাপটেই বড় ম্যাচ। তবে এবার লিগে দুই দলের অবস্থান এ ম্যাচকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। লিগে ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রিয়াল মাদ্রিদ। ওদিকে খুব বাজেভাবে মৌসুম শুরু করা আতলেতিকো ও বার্সেলোনা এক ম্যাচ কম খেলে যথাক্রমে ৩৬ ও ৩৫ পয়েন্ট নিয়ে চার ও পাঁচে আছে। আগামীকালের ম্যাচটি চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মৌসুম শেষে।

এত গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য দল ঘোষণার সময় তাই কোনো ঝুঁকি নিতে চাননি জাভি। এমনিতেই চোটের কারণে মেম্ফিস ডিপাই ও আনসু ফাতিকে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে দেম্বেলের মতো ফরোয়ার্ডকে পেয়েও বসিয়ে রাখার বিলাসিতা দেখাতে রাজি নন জাভি।

দলের অনুশীলনে গত সপ্তাহেই ফিরেছেন দেম্বেলে
ছবি: বার্সেলোনা

আজ সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেছেন, ‘আমরা উসমান দেম্বেলের জন্য অবশেষে একটা সমাধান খুঁজে বের করতে পেরেছি। এক মাস আগে যে পরিস্থিতি ছিল, সেটা বদলে গেছে। আমরা সভাপতি, স্টাফ এবং বোর্ডের সঙ্গে দেখা করে অন্য সমাধান বের করেছি।’

দলের ভালোর জন্য যেকোনো সিদ্ধান্ত নিতে রাজি জাভি, ‘আমি এককভাবে কোনো সিদ্ধান্ত নিইনি। আমরা সবাই এক পরিবার এবং একই নৌকার যাত্রী। এক মাস আগে একটা সিদ্ধান্ত নিয়েছি, এখন ক্লাবের জন্য কোনটা সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয়, সেটা ভেবেছি। আমরা তো নিজের পায়ে কুড়াল মারতে পারি না।’

ক্লাবের ভালোর জন্য সিদ্ধান্ত নিচ্ছেন জাভি। কাল হয়তো মাঠেও দেখা যাবে দেম্বেলেকে। কিন্তু সমর্থকেরা ব্যাপারটাকে কীভাবে দেখবেন? সাড়ে চার বছরে ক্লাবের হয়ে বলার মতো কোনো পারফরম্যান্স নেই। তবু ক্লাবের আর্থিক দুর্দশার মধ্যেও আকাশচুম্বী বেতন চেয়েছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড।

কাল ত্রায়োরেকেও(ডানে) দেখা যেতে পারে
ছবি: বার্সেলোনা

ছয় মাস পর ক্লাব ছেড়ে চলে যাবেন, তাঁকে বিক্রি করে আয়ও করতে পারবে না বার্সেলোনা। এমন এক খেলোয়াড়কে সমর্থকদের দুয়ো দেওয়ার সম্ভাবনাই বেশি। কাল খেলা হবে ক্যাম্প ন্যুতেই।

জাভি তাই সমর্থকদের কাছে একটা অনুরোধ করেছেন। আর সেটা হলো অতীতকে পেছনে ফেলে এগিয়ে যেতে, ‘আমি ক্লাব, খেলোয়াড় ও সমর্থকদের অবস্থান বুঝি। কিন্তু এখন সময় পার্থক্য ভুলে এক হওয়ার। আমাদের স্বার্থপর হয়ে বার্সেলোনার ভালোর কথা ভাবতে হবে এবং ওর প্রতিভার সুবিধা নিতে হবে। কারণ ও আমাদের অনেক কিছু দিতে পারবে। আমি জানি অনেক সমর্থক কষ্ট পাচ্ছেন, কিন্তু এখন দলের কথাই ভাবতে হবে।’
সমর্থকদের তাই এক সপ্তাহ আগেও অচিন্তনীয় এমন কিছু করতে বলেছেন জাভি, ‘আমি চাইব তারা উসমানকে সমর্থন দিক। সে খুব ভালো পেশাদার এবং সে খেলুক বা না খেলুক, এক মিনিট খেলুক বা ১২০ মিনিট, তার নিবেদন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এখন সে স্কোয়াডের আরেকজন, এবং যেভাবে দলের ভালো হয়, আমি তাকে সেভাবে ব্যবহার করব।’