নতুন ভিয়ারিয়ালের বিপক্ষে মেসিকে পাবে তো বার্সা?

সামনের মৌসুমে হয়তো এই দৃশ্য দেখা যাবে না।ছবি : এএফপি

আগেই জানা ছিল, লা লিগার নতুন মৌসুম শুরু হচ্ছে সেপ্টেম্বরের ১২ ও ১৩ তারিখ থেকে। সে লক্ষ্যে প্রকাশ করা হয়েছে নতুন মৌসুমের ফিক্সচার।

প্রথম সপ্তাহে অবশ্য লিগের তিন হেভিওয়েট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ মাঠে নামছে না। ম্যাচ নেই সেভিয়ারও। ইউরোপীয় প্রতিযোগিতায় অপেক্ষাকৃত বেশি দিন টিকে থাকার সুফল পেয়েছে ক্লাব চারটি। একটু বেশিই বিশ্রাম পেয়েছে তারা।

বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামবে ২০ সেপ্টেম্বর। বার্সেলোনা রিয়ালের চেয়েও আরেক সপ্তাহ বেশি 'ছুটি' পাচ্ছে। ২৭ সেপ্টেম্বর শুরু হবে বার্সার মৌসুম।

বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামবে ২০ সেপ্টেম্বর। ঘরের বাইরের এই ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ ডেভিড সিলভা, উইলিয়ান হোসে ও মিকেল মেরিনোদের রিয়াল সোসিয়েদাদ। তবে রিয়ালের বিপক্ষে ডেভিড সিলভা আদৌ খেলবেন কি না, নিশ্চিত না। গতকাল জানা গেছে, করোনা পজিটিভ হয়েছেন তিনি।

বার্সেলোনা, অ্যাটলেটিকো ও সেভিয়া রিয়ালের চেয়েও আরেক সপ্তাহ বেশি 'ছুটি' পাচ্ছে। ২৭ সেপ্টেম্বর শুরু হবে বার্সার মৌসুম।

প্রথম ম্যাচে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে বার্সা খেলবে উনাই এমেরির অধীনে নতুন চেহারায় নিজেদের আস্তে আস্তে গড়ে তোলা ভিয়ারিয়ালের বিপক্ষে। এর মধ্যে সাবেক আর্সেনাল কোচ এমেরি ভিয়ারিয়ালের দায়িত্ব নিয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় দলে এনেছেন।

দলে এনেছেন ভ্যালেন্সিয়ার দুই নির্ভরযোগ্য মিডফিল্ডার দানি পারেহো ও ফ্র্যান্সিস কোকুইলানকে। রিয়াল থেকে জাপানি তারকা তাকেফুসা কুবোকেও ধারে এনেছে 'ইয়োলো সাবমেরিন' রা। সঙ্গে পাকো আলসাসের, জেরার্ড মোরেনো, পাও তোরেস, রাউল আলবিওল, সামু চুকওয়েজে, সার্জিও আসেনজো ও কার্লোস বাক্কা রা তো রয়েছেনই।

সব মিলিয়ে আগামী মৌসুমে চমক দেওয়ার অপেক্ষায় আছে ভিয়ারিয়াল।
নতুন এই ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামার জন্য হয়তো বার্সার ইতিহাসের সবচেয়ে বড় তারকাটিই থাকবেন না। সে হিসেবে এই ম্যাচের মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বার্সেলোনাও।

মৌসুমের প্রথম এল ক্লাসিকো রাখা হয়েছে সপ্তম রাউন্ডে। অক্টোবরের ২৫ তারিখ বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে হবে রিয়াল মাদ্রিদ ও বার্সার প্রথম ম্যাচ। এপ্রিলের ৩০ তারিখ বার্নাব্যুতে ফিরতি লেগে দেখা হবে দুই দলের।

সে লড়াইয়ে মেসি হয়তো থাকবেন না, বার্সা সমর্থকদের আক্ষেপটা সেখানেই।