দেম্বেলেকে ‘উদ্ধারে’ গেলেন মেসিরা, বার্সার পাল্টা চাওয়া দি মারিয়া

দেম্বেলে আর মেসি আবার একসঙ্গে খেলবেন পিএসজিতে?ছবি: টুইটার

উসমান দেম্বেলের নাটক তাহলে শেষের দিকে এগোচ্ছে? নাকি আরও জটিল রূপ নিচ্ছে?

জানুয়ারির শীতকালীন দলবদলে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এর মধ্যে দেম্বেলেকে ক্লাব থেকে বের করতে চায় বার্সা। ফরাসি উইঙ্গার চলে গেলে সে জায়গায় আর্সেনালের স্ট্রাইকার পিয়ের এমেরিক অবামেয়াংকে ধারে আনার পরিকল্পনা ক্লাবের। কিন্তু এত কিছু করার মতো সময় বার্সা বা দেম্বেলের হাতে আছে কি না, সেটিই এখন প্রশ্ন।

এর মধ্যে স্প্যানিশ সংবাদমাধ্যম বার্সা সমর্থকদের জন্য একটা সুখবরই দিচ্ছে। বার্সার সাবেক দুই তারকা লিওনেল মেসি আর নেইমারের বর্তমান ক্লাব পিএসজি দেম্বেলেকে ‘উদ্ধার’ করতে যাচ্ছে।

পিএসজির কাছে আবার দেম্বেলের বদলে বার্সা দুই খেলোয়াড়ের প্রস্তাব দিচ্ছে, দুই খেলোয়াড়ের একজন আনহেল দি মারিয়া। স্প্যানিশ দুই ক্রীড়া দৈনিক এএস ও স্পোর্ত নিশ্চিত করেছে, দেম্বেলেকে নিয়ে এরই মধ্যে বার্সা ও পিএসজির মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে।

তবে কিছুক্ষণ আগে এবার ভিন্ন খবর দিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়েন। তারা জানাচ্ছে, দেম্বেলে পিএসজিতে যেতে আগ্রহী নন!

দেম্বেলের ব্যাপারে যে পিএসজি আগ্রহী, সেটি আরও কিছুদিন আগেই বোঝা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবি দেখে। দেম্বেলেকে নিয়ে নাটক ও ধোঁয়াশার মধ্যে তাঁর এজেন্ট মুসা সিসোকো বার্সেলোনায় গিয়েছিলেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে বৈঠকের উদ্দেশে। কিন্তু বিমানবন্দরে নামার পর সিসোকোর একটি ছবিতে দেখা যায়, তাঁর হাতে থাকা মোবাইলে একটা কল এসেছে। স্ক্রিনের ওপর লেখা ভেসে ওঠে—লিওনার্দো পিএসজি।

দেম্বেলে গেলে পিয়েরে এমেরিক অবামেয়াংকে ধারে আনতে চাইবে বার্সা
ছবি : টুইটার

ফরাসি সংবাদমাধ্যম জানাচ্ছে, দেম্বেলের সঙ্গে পিএসজির ব্যক্তিগত চুক্তি হয়েই আছে। এখন শুধু দুই ক্লাবের মধ্যে টাকাপয়সায় সমঝোতা বাকি। তবে দুই ক্লাবের সমঝোতাও কিছুটা জটিল হয়ে পড়ছে।

কয়েকটি ফরাসি সংবাদমাধ্যম ও স্প্যানিশ পত্রিকা এএস জানাচ্ছে, আগামী ৩০ জুন বার্সেলোনার সঙ্গে দেম্বেলের চুক্তি শেষ হয়ে গেলেও এই মুহূর্তে দেম্বেলের দাম বার্সেলোনা ধরছে ২ কোটি ইউরো। আর সে কারণে দেম্বেলের বদলে পিএসজির দুজন খেলোয়াড়কে চায় বার্সা।

এক, লেফটব্যাক হুয়ান বেরনাত—যিনি পিএসজিতে এই মুহূর্তে মূল একাদশে নিয়মিত সুযোগ পান না। দুই, আনহেল দি মারিয়া। পিএসজি অবশ্য এর মধ্যে দেম্বেলের বদলে আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দিকে বার্সায় দেওয়ার প্রস্তাব করেছে, কিন্তু বার্সা তাতে রাজি নয়।

বেরনাতকে নিয়ে পিএসজির শুধু একটি জায়গাতেই আপত্তি থাকতে পারে। সেটি হলো, মূল লেফটব্যাক নুনো মেন্দেজ চোটে পড়লে বা কোনো ম্যাচে খেলতে না পারলে সে ক্ষেত্রে পছন্দসই বিকল্প থাকবে না পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোর হাতে।

পিএসজি তারকা দি মারিয়াকে দেম্বেলের বদলে চায় বার্সা
ছবি: এএফপি

এদিকে বার্সা অনেক দিন ধরে চাইছে লেফটব্যাক জর্দি আলবার বিকল্প খুঁজে পেতে। সে কারণে দেম্বেলের বদলে দুই খেলোয়াড়ের একজন হিসেবে বেরনাত বার্সার কাছে পছন্দের অদলবদল।

কিন্তু দি মারিয়াকে নিয়ে আলোচনায় অগ্রগতি কম হওয়ারই সম্ভাবনা। দেম্বেলে গেলে পিএসজিতে তাঁর খেলার সময় কমে যাবে ঠিকই, তবে আর্জেন্টাইন তারকা এই মুহূর্তে পিএসজিতে মূল একাদশে অনেকটাই নিয়মিত। পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্নও দেখেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার, যেটি বার্সেলোনায় সম্ভব নয়। বার্সেলোনা তো এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে।

আবার অন্যদিক থেকে দেখলে দি মারিয়ার জন্য বার্সায় যাওয়া লাভজনকও হতে পারে। পিএসজিতে দি মারিয়ার চুক্তি জুনেই শেষ হয়ে যাবে। সে ক্ষেত্রে বার্সায় যাওয়া খেলা ছাড়ার আগে আরেকটি বড় অঙ্কের চুক্তি পাওয়ার সুযোগ।

তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত যেটিই হোক, সবকিছু নির্ধারণের জন্য বার্সার হাতে আর ২৪ ঘণ্টাও সময় নেই।