২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

দুর্দান্ত ফুটবলে ফাইনালে বাংলাদেশ

মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ছবি: বাফুফে
মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ছবি: বাফুফে
মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ। একটি করে গোল করেছেন মনিকা চাকমা, মার্জিয়া ও তহুরা খাতুন

বাংলাদেশের প্রতি গোলের পরেই গ্যালারি থেকে ভেসে আসে উচ্ছ্বাস। প্রতিটি জয়ের পরেই দর্শকদের চোখে-মুখে খেলা করে আনন্দ। কিন্তু পাওয়া যাচ্ছিল না কাঙ্ক্ষিত বাঁধা ভাঙা উচ্ছ্বাস। আজ সেই মাহেন্দ্রক্ষণ । দুর্দান্ত সব গোলে বাংলাদেশের জয়ে সমর্থকদের যেন আজ হারিয়ে যেতে নেই মানা। মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ একেবারেই নিজেদের ব্র্যান্ডের ফুটবল খেলে।

বাংলাদেশের কোন গোলটিকে এগিয়ে রাখবেন? পেনাল্টি আর্কের ওপর থেকে মনিকা চাকমার দুর্দান্ত ভলিতে মঙ্গোলিয়ার গোলরক্ষকের বোকা বনে যাওয়া, মনিকার রক্ষণচেরা থ্রু ধরে মার্জিয়ার ঠান্ডা মাথার ফিনিশিং নাকি কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে তহুরার গোল। মনিকার গোলটিকেই হয়তো এগিয়ে রাখা যায়। কিন্তু মার্জিয়ার ওই ফিনিশিং ও তহুরার বক্সের বাইরে থেকে নেওয়া শটের মাহাত্ম্যও কম নয়। ৪ মে ফাইনালে নামার আগে দলটা যেন শিরোপা জিততে উন্মুখ হয়ে আছে।

গ্রুপ পর্বের দুই ম্যাচের মতো আজও পুরো ম্যাচেই একচ্ছত্র দাপট দেখিয়ে খেলেছে বাংলাদেশের মেয়েরা। স্কোর লাইনটা দিতে পারছে না ম্যাচের সঠিক চিত্র। বাংলাদেশ যদি আরও বড় ব্যবধানে জয় পেত, অবাক হওয়ার কিছুই ছিল না। ৩-৪-৩ ফরমেশনে শুরু করা বাংলাদেশকে দেখে বেশির ভাগ সময় মনে হচ্ছিল ২-২-৬ ফরমেশনে খেলছে। শেষ বাঁশি পর্যন্ত আক্রমণ ও প্রতিপক্ষের ওপর প্রেসিংটা চলেছে বারবার। প্রতিপক্ষরা বাংলাদেশের গোলরক্ষকের কোন পরীক্ষায় নিতে পারেনি।

বাংলাদেশ গোলের মুখ খোলে বিরতির আগ মুহূর্তে। ৪৬ মিনিটে সাজেদার পাস থেকে বক্সের উপর হেডে বল নামিয়ে নিয়ে দুর্দান্ত ভলিতে গোলের খাতা খোলেন মনিকা। ইউটিউবে বারবার দেখার মতো এক গোল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও চড়াও হয়ে আদায় করে নেয় আরও দুই গোল। ৬৯ মিনিটে দ্বিতীয় গোলটি করিয়েছেন মিডফিল্ডার মনিকাই। তাঁর রক্ষণচেরা এক পাসে মঙ্গোলিয়ার রক্ষণভাগ ফাঁকা হয়ে যায়। বলের নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে ঠান্ডা মাথায় জালে জড়িয়েছেন মার্জিয়া। ২-০ গোলের লিড নিয়েও গোলের ক্ষুধা কমেনি বাংলাদেশের। ৮৫ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে ৩-০ করেন বদলি তহুরা।