দুই বছর পর সিটি ছাড়বেন হরলান্ড?
মাত্রই ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন। তাঁকে আক্রমণভাগের শিরোমণি বানিয়ে বিশ্ব ফুটবলে আরও অনেক বছর রাজত্ব করার স্বপ্ন দেখছে ম্যানচেস্টার সিটি। কিন্তু হরলান্ড কি সেই স্বপ্নের বাস্তবায়ন হতে দেবেন?
নেইমারের সঙ্গে একটা জায়গায় মিলে গেছেন এই নরওয়েজিয়ান তারকা। নেইমার যেমন পিএসজিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই কবে পিএসজি ছাড়বেন, সে আলোচনা শুরু হয়ে গিয়েছিল, হরলান্ডের ক্ষেত্রেও সেটাই হচ্ছে। সিটিতে যোগ দিলেও হরলান্ড কবে সিটি ছাড়তে পারেন, সে আলোচনা শুরু হয়ে গেছে, আর এই আলোচনার পেছনে আছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।
সিটিতে যোগ দেওয়ার আগে হরলান্ড স্পেনের রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনায় যোগ দিতে পারেন, এমন শোনা যাচ্ছিল। হরলান্ডকে এখন থেকেই সিটি থেকে বের করার ব্যাপারে খবর প্রকাশের ক্ষেত্রে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর তোড়জোড় হয়তো সে কারণেই!
সম্প্রতি এমনই এক খবরই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তারা জানিয়েছে, তিন বছর পর চাইলে কোনো ঝামেলা ছাড়াই সিটি ছাড়তে পারবেন এই স্ট্রাইকার। সদ্য প্রয়াত ফুটবল এজেন্ট মিনো রাইওলার উকিল, রাফায়েলা পিমিয়েন্তা আর্লিং হরলান্ডের সিটি-চুক্তিতে এই শর্ত জুড়ে দিয়েছেন বলে জানিয়েছে মার্কা। মার্কার খবর অনুযায়ী, ২০২৪ সালে ২০ কোটি ইউরোর বিনিময়ে সিটি ছাড়তে পারবেন হরলান্ড।
তবে ২০২৪ সালে সিটি না ছেড়ে আরও এক বছর যদি সিটিতে থাকতে চান, সে ক্ষেত্রে আগ্রহী ক্লাব ১৭ কোটি ৫০ লাখ ইউরো দিলেই হরলান্ডকে দলে টানতে পারবে। মার্কার এ খবরে নিশ্চিতভাবেই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো ক্লাবগুলোর হরলান্ডকে দলে নেওয়ার আশার পালে হাওয়া লাগবে!
মার্কা আরও জানিয়েছে, হরলান্ডের চুক্তিতে সিটি যে এসব শর্ত রেখেছে, সেটা রিয়াল আগে থেকেই জানত, আর তাই হরলান্ডকে নেওয়ার ব্যাপারে অত বেশি আগ্রহ দেখায়নি লস ব্লাঙ্কোস।