এখনো পাঁচ মাসের বেশি বাকি। ফুটবল বিশ্বকাপের ৩২টি দল এখনো ঠিক হয়নি। কিন্তু কাতার বিশ্বকাপ নিয়ে উন্মাদনা শুরুর পথে সেটা কোনো বাধা নয়। গত ১২ মে, দুবাইয়ে কোকা-কোলার আয়োজনে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের সূচনা হয়। ৫১টি দেশ ঘোরার পথে ৮ জুন বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি। বাংলাদেশের মানুষেরা একদম হাতছোঁয়া দূরত্বে আবার দেখতে পাবেন সেই আরাধ্য ট্রফিকে, যার একটি স্পর্শের জন্য কাঙাল লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোরা।
মানুষের ফুটবল প্রেমে আরও দোলা দিতে চায় কোকা-কোলা। এ জন্য শিল্পীর রংতুলির সাহায্য নিচ্ছে তারা। একদল দেশীয় চিত্রশিল্পী নিয়ে বনানী ১১ ও গুলশান সংযোগ সেতুর পাশে অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিসার্স কোয়াটার্সের ১২ হাজার স্কয়ার ফুট দেয়ালে গ্রাফিতির কাজ চলছে। প্রথম আলোর বিশেষ ফটোসাংবাদিক শামসুল হক-এর ক্যামেরায় উঠে এসেছে রঙে রঙে ফুটবল উৎসবের বিভিন্ন দৃশ্য।