'ট্রাম্প বর্ণবাদী, বিশ্বের বাজে লোকদের একজন'
যুক্তরাষ্ট্রে শুরু হওয়া বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় এখন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। দাবী আদায়ের জন্য লড়ছেন কৃষ্ণাঙ্গরা। রাজনীতির ময়দান থেকে সেই ঝড় এখন ফুটবল মাঠে। করোনাভীতি জয় করে আবার মাঠে ফেরা জার্মানির বুন্দেসলিগায় প্রায় প্রতি ম্যাচ দিবসেই বিভিন্নভাবে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন খেলোয়াড়েরা।
শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও চলছে ফুটবলারদের প্রতিবাদ, যেটা শুরু হয়েছে গত মাসে মিনিয়াপলিসের হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর। এই প্রতিবাদের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান ফুটবলাররা রীতিমতো ধুয়ে দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। জার্মানির ক্লাব শালকেতে খেলা যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি তো ট্রাম্পকেই ‘বর্ণবাদী’ বলেছেন। কেউ আবার বলছেন, ট্রাম্পের মধ্যে নীতিবোধের কোনো বালাই নেই। অনেকে আবার তাঁকে আখ্যা দিচ্ছেন ‘বিশ্বের বাজে লোকদের একজন’ বলে!
যুক্তরাষ্ট্রের হয়ে ১৯টি ম্যাচ খেলা ২১ বছর বয়সী ম্যাককেনি বলেছেন, ‘আমার দৃষ্টিতে তিনিই (ট্রাম্প) বর্ণবাদী। আমার তো মনে হয় না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য সঠিক ব্যক্তি তিনি।’ জার্মানির পত্রিকা বিল্ডের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের প্রতি ক্ষোভ আরও ঝেড়েছেন ম্যাককেনি, ‘দেশের প্রতি নিজের দায়িত্ব কী, সেটাও মনে হয় তিনি জানেন না। আমার মনে হয় তিনি অজ্ঞ।’
যুক্তরাষ্ট্রের নারী দলের তারকা মেগান র্যাপিনোও ট্রাম্পের ওপর চটেছেন। ট্রাম্পকে তিনি বলেছেন ‘শেতাঙ্গ জাতীয়তাবাদী’। যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান ফুটবলার মাইকেল ব্র্যাডলির মনে হয়, ট্রাম্পের মধ্যে নৈতিকতা বলতে কিছু নেই। আর দলটির সাবেক ফরোয়ার্ড টেরেন্স বয়ড বলেছেন, ‘এই পৃথিবীর অন্যতম বাজে মানুষ ট্রাম্প।’