টটেনহাম আরও দুর্বল হয়ে গেছে: কন্তে

লিগে ২২ ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে টটেনহামছবি: রয়টার্স

একেকটা দলবদল আসে, দলগুলো নিজেদের শক্তি বাড়ায়। কিন্তু টটেনহামের বেলায় এর উল্টোটাই হয়েছে বলে মনে করেন দলটির কোচ আন্তোনিও কন্তে। জানুয়ারির দলবদলে দুজন খেলোয়াড় কিনেছে টটেনহাম। কিন্তু দল ছেড়েছেন চারজন। সব মিলিয়ে কন্তে স্কাই স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, জানুয়ারির দলবদলে দল আগের চেয়ে আরও ‘দুর্বল’ হয়ে গেছে নিজেদের দর্শনের কারণেই!

উত্তর লন্ডনের ক্লাব টটেনহাম জানুয়ারির দলবদলে জুভেন্টাস থেকে দলে টেনেছে রদ্রিগো বেনতানকুর ও দেজান কুলুসেভস্কিকে। কিন্তু এতেও মন ভরেনি কন্তের। ইতালিয়ান কোচের মন ভরবেই বা কী করে! বিনা ট্রান্সফার ফিতে টটেনহাম থেকে এভারটনে নাম লিখিয়েছেন ডেলে আলি, এনডোম্বেলে পাড়ি জমিয়েছেন লিওঁতে। এ ছাড়া ধারের চুক্তিতে জিওভানি লো সেলসো ও ব্রায়ান জিলকে স্পেনের দুই ক্লাব ভিয়ারিয়াল ও ভ্যালেন্সিয়াতে পাঠিয়েছে টটেনহাম।

টটেনহামের ইতালিয়ান কোচ আন্তোনিও কন্তে
ছবি: রয়টার্স

সব মিলিয়ে স্কাই স্পোর্টস কন্তের কাছে জানতে চেয়েছিল, ইন্টার মিলানে তাঁর প্রথম মৌসুমের সঙ্গে এখানে কোনো মিল খুঁজে পাচ্ছেন কি না। এই প্রশ্নের উত্তরে কন্তে বলেছেন, ‘তুলনা করাটা সব সময়ই খুব কঠিন। কিন্তু আপনারা কি তেমন কিছু দেখতে পাচ্ছেন? কিন্তু এটা সত্য যে আপনি যখন লম্বা সময় ধরে কিছু না জেতা একটি দলের দায়িত্ব নেবেন, আত্মবিশ্বাসের ঘাটতি থাকবে।’

কন্তে এরপর যোগ করেন, ‘তবে আমার মনে হয়, পরিস্থিতি আরও ভালো হতে পারত। জানুয়ারিতে (সর্বশেষ দলবদল) যা হয়েছে তা খুব একটা সহজ বিষয় ছিল না। চারজন খেলোয়াড় চলে গেছে জানুয়ারিতে। তারা চারজনই টটেনহামের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল। আর দলে এসেছে দুজন। এমনকি সংখ্যার বিবেচনাতেও আপনি দলকে আরও শক্তিশালী না করে অন্তত কাগজকলমে দুর্বল করে ফেলেছেন।’

টটেনহামের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন
ছবি: রয়টার্স

বেনতানকুর ও কুলুসেভস্কিকে নিয়ে অবশ্য কিছুটা হলেও উচ্ছ্বসিত কন্তে। স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন, ‘টটেনহাম যেহেতু তৈরি খেলোয়াড় চায় না, তারা চায় তরুণ খেলোয়াড় কিনে তাদের তৈরি করতে; সেদিক বিবেচনায় বেনতানকুর ও কুলুসেভস্কি ক্লাবের ভবিষ্যতের জন্য ভালো।’

২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এই মুহূর্তে টটেনহামের অবস্থান অষ্টমে। কন্তে কি পারবেন এ অবস্থা থেকে দলকে আরও ওপরে তুলে নিতে? কন্তে কয়দিন আগেই বলেছিলেন, শীর্ষ চারে থেকে লিগ শেষ করা টটেনহামের জন্য অসম্ভব।

তবে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কন্তে বলেছেন, ‘আপনি যদি দ্রুত উন্নতি করতে চান এবং দ্রুত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল হতে চান, দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় থাকাটা অনিবার্য। কারণ অভিজ্ঞ ওই খেলোয়াড়েরা পুরো দলেই তাদের অভিজ্ঞতা ছড়িয়ে দেবে। তবে আমি বুঝতে পারছি ক্লাবের লক্ষ্য এটাই।’