জোড়া গোলে ‘১০০’ রাঙিয়ে হ্যারি কেইনের ইতিহাস

শততম আন্তর্জাতিক ম্যাচে জোড়া গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনএএফপি

ইংল্যান্ডের জার্সিতে হ্যারি কেইনের শততম ম্যাচ—উয়েফা নেশনস লিগে ইংল্যান্ড-ফিনল্যান্ড ম্যাচটির ট্যাগলাইন ছিল এটিই। কাল রাতে ওয়েম্বলিতে সেই ম্যাচের আগে কেইনকে স্মারক সোনালি টুপি উপহার দেওয়া হলো। ক্যারিয়ারের বিশেষ ম্যাচটি কেইন খেললেন সোনালি বুট পায়ে। আর মাইলফলকের ম্যাচটা ইংল্যান্ড অধিনায়ক স্মরণীয় করে রাখলেন জোড়া গোল করে। ইংল্যান্ড ম্যাচটি জিতেছে ২-০ গোলেই।

৫৭ মিনিটে প্রথম গোলটি করেন কেইন। ফিনল্যান্ডের এক ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে বল জালে জড়ান এই বায়ার্ন স্ট্রাইকার। ৭৬ মিনিটে দ্বিতীয় গোলটি করা কেইন ম্যাচ শেষে আবেগে ভেসেছেন। সম্প্রচার সংস্থা আইটিভিকে কেইন বলেন, ‘আমার জন্য খুব বড় রাত ছিল এটি। ১০০ ম্যাচ খেলতে পেরে খুব গর্বিত। আমি গোল করতে চাই, চাই দলকে সাহায্য করতে।’

ববি চার্লটন ও ওয়েইন রুনির পর ইংল্যান্ডের তৃতীয় খেলোয়াড় হিসেবে শততম ম্যাচে গোল পেলেন কেইন। তবে ইংল্যান্ডের জার্সিতে ১০০তম ম্যাচে জোড়া গোল করা প্রথম খেলোয়াড় কেইনই।

শততম ম্যাচের আগের পরিবারের সঙ্গে হ্যারি কেইন। ছবিতে আছে ইংল্যান্ডের সাবেক ফুটবলার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডও
এএফপি

এবারের উয়েফা নেশনস লিগে নিজেদের প্রথম দুটি ম্যাচই ২-০ গোলে জিতল কেইনের ইংল্যান্ড। অন্তর্বর্তী কোচ লি কার্সলির অধীনে খেলা প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছিল ইংল্যান্ড।

টানা দুই জয়ের পরও নেশনস লিগের দ্বিতীয় স্তরের ২ নম্বর গ্রুপে শীর্ষে নেই ইংল্যান্ড। কাল রাতেই আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাওয়া গ্রিস ইংল্যান্ডকে পেছনে ফেলেছে গোল ব্যবধানের হিসেবে।

আরও পড়ুন

৯৯ সেকেন্ডেই গোল খেল জার্মানি

আমস্টারডামে বড় ম্যাচে জার্মানিতে ভুলতে বসা এক স্বাদই উপহার দিয়েছে নেদারল্যান্ডস। না, জার্মানি হারেনি। ডাচদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। তবে ম্যাচের ৯৯ সেকেন্ডে গোল করে জার্মানিকে ৫০ বছর আগের স্মৃতি মনে করিয়ে দিয়েছে ভার্জিল ফন ডাইকের নেদারল্যান্ডস। ৫০ বছরের মধ্যে জার্মানির জালে দ্রুততম গোলটি ডাচরাই করল।

২–২ গোলে ড্র হয়েছে নেদারল্যান্ডস–জার্মানি ম্যাচ
এএফপি

সেই গোলটি করেছেন তিয়ানি রিইন্ডার্স। শুরুতে গোল খেলেও প্রথমার্ধটা ২-১ গোলে এগিয়ে থেকেই শেষ করে জার্মানরা। ডেনিজ উনদাভ ও ইয়োশুয়া কিমিখের গোলে এগিয়ে যায় জার্মানি। ৫০ মিনিটে ডাচরা সমতায় ফের ডেনজেল ডামফ্রিসের গোলে।

নেদারল্যান্ডস-জার্মানি ম্যাচটি দুঃসংবাদ বয়ে এনেছে ম্যানচেস্টার সিটির জন্য। দলটির ডাচ ডিফেন্ডার নাথান আকে যে চোট পেয়ে প্রথমার্ধেই মাঠ ছেড়েছেন। সপ্তাহদুয়েক মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। এ  সময়ে প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ড ও আর্সেনালের বিপক্ষে ও চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে খেলবে সিটি।

আরও পড়ুন