২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

জুভেন্টাস বিদায় দিয়ে দিল পিরলোকে

জুভেন্টাসের দায়িত্বে আর থাকা হলো না পিরলোর।ছবি: রয়টার্স

জুভেন্টাস এবার যখন ইন্টার মিলানের কাছে লিগ হারল, তখনই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল, পিরলোকে বিদায় নিতে হবে। টানা নয় বছর লিগ জেতার পর যে দল লিগ জিতেছে, তারা যদি ব্যর্থ হয়, সেটিকে তো বড় করে দেখা হবেই। জুভেন্টাসেও সেটাই হচ্ছে। পিরলোকে বিদায় নিতেই হচ্ছে। ছাঁটাই করা হয়েছে তাঁকে।

আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পিরলোর বিদায়ের ব্যাপারটা নিশ্চিত করেছে জুভেন্টাস। এক মৌসুমের বেশি টিকতে পারলেন না জুভেন্টাসের ‘ঘরের ছেলে’ কিংবদন্তি এই মিডফিল্ডার।

কোচ হিসেবে এটিই ছিল পিরলোর প্রথম অভিজ্ঞতা। বিবৃতিতে সেটাতেই গুরুত্ব দিয়েছে জুভেন্টাস, ‘কয়েক মাস আগে আন্দ্রেয়া পিরলোর মতো একজন কিংবদন্তি নতুন অভিযান শুরু করেছিলেন। কোচ হিসেবে যা ছিল তাঁর প্রথম অভিজ্ঞতা। এই পদক্ষেপ নেওয়ার জন্য সবার আগে যেটা দরকার, সেটা হলো সাহস। বিশেষ করে এমন একটা সময় উনি দায়িত্ব নিয়েছিলেন, যখন সবাই বিপর্যস্ত ছিলেন। মহামারির কারণে প্রতিনিয়ত নতুন নতুন নিয়ম আবিষ্কার করতে হচ্ছে। কোচ হিসেবে মাত্র যাত্রা শুরু হয়েছে তাঁর। কোনো সন্দেহ ছাড়াই তিনি এই ভূমিকায় অনেক সফল হবেন।’

মাসিমিলিয়ানো আলেগ্রি
ছবি : টুইটার

লিগ না জিতলেও পিরলোর অধীনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে জুভেন্টাস। বিবৃতিতে উঠে এসেছে সেগুলোও, ‘যেহেতু খেলাটা ফুটবল, এখানেই জয়টাই মুখ্য। তাই আসুন, সেগুলো মনে করি। কয়েক মাসের মধ্যেই তিনি ইতালিয়ান সুপার কাপ ও কোপা ইতালিয়া জিতেছেন। বিশ্বের নামীদামি অনেক মাঠে গিয়ে জিতে এসেছেন, সান সিরো থেকে ক্যাম্প ন্যু— সব জায়গায়।’

পিরলো যে খুব ব্যর্থ ছিলেন, তা বলা যাবে না। তাঁর সময়ে জুভেন্টাস জিতেছে সুপার কোপা ও কোপা ইতালিয়া। কিন্তু ওই যে, লিগ আর চ্যাম্পিয়নস লিগই তো বড় জুভেন্টাসের কাছে। এই দুই জায়গায়ই যদি কোচ ব্যর্থ হন, তাহলে তাঁর ওপর কীভাবে ভরসা করা যায়!

পিরলোর জায়গায় দলের সাবেক কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি ফিরছেন, ব্যাপারটা মোটামুটি নিশ্চিত। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত যে কোচ জুভেন্টাসকে জিতিয়েছেন পাঁচটি লিগ শিরোপা।