জার্সির জন্য পৃষ্ঠপোষক খুঁজছে বার্সেলোনা

রাকুতেন এখন বার্সেলোনার জার্সি স্পনসরছবি: এএফপি

সম্পর্কটা চার বছরের। সম্পর্কটা টিকিয়ে রাখতে প্রতি বছর বার্সেলোনাকে সাড়ে পাঁচ কোটি ইউরো করে দিয়েছে জাপানি ইলেকট্রনিকস কোম্পানি রাকুতেন। বিনিময়ে বার্সেলোনা দিয়েছে নিজেদের জার্সিতে রাকুতেনের নাম লেখার অধিকার। গত চার বছর ধরে বার্সেলোনার জার্সির মূল পৃষ্ঠপোষক এই রাকুতেন। যদিও এই সম্পর্ক শেষ হচ্ছে চলতি মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। আগামী মৌসুম থেকে জার্সির নতুন প্রধান পৃষ্ঠপোষক নিতে যাচ্ছে বার্সেলোনা।


কিন্তু কারা সেই নতুন পৃষ্ঠপোষক? এখনো নির্ধারিত হয়নি। তবে বার্সেলোনার জার্সির পুরোভাগে নিজেদের নাম দেখতে চাইলে ফি-বছর কত করে দিতে হবে, সেটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বার্সেলোনা।

বার্সার জার্সিতে রাকুতেন
ছবি: বার্সেলোনা টুইটার

জার্সিস্বত্বের জন্য আয়োজিত হতে যাওয়া নিলামের ভিত্তিমূল্য ঘোষণা করেছে কাতালান ক্লাবটা। বার্সেলোনার অর্থনৈতিক সহসভাপতি এদুয়ার্দ রোমেউ জানিয়েছেন, রাকুতেন চার বছর আগে যে অর্থের বিনিময়ে বার্সেলোনার প্রধান জার্সির পৃষ্ঠপোষক হয়েছিল, আগামী পৃষ্ঠপোষককে ন্যূনতম সে অর্থই দিতে হবে।

অর্থাৎ, সাড়ে পাঁচ কোটি ইউরো।

রাকুতেনের সঙ্গে এই সম্পর্ক শেষ হচ্ছে চলতি মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে
ফাইল ছবি: এএফপি

নিজেদের সঙিন অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে চাইছে বার্সেলোনা। যার জন্যই সম্ভাব্য আগামী পৃষ্ঠপোষকের পকেট থেকে নিলামের মাধ্যমে বাড়তি অর্থ বের করতে চাইছে বার্সেলোনা। করোনা মহামারির কারণে এখন যে কাজটা বেশ কঠিনই হওয়ার কথা।

কিন্তু বার্সেলোনা মহামারির জন্য অর্থ হারাতে চায় না। টিভিথ্রিকে দেওয়া সাক্ষাৎকারে রোমেউ জানিয়েছেন, ‘আমরা সম্ভাব্য পৃষ্ঠপোষকের কাছ থেকে বর্তমান মূল্য চাইছি না, আমরা সে মূল্যটাই চাইছি যা মহামারির আগে ছিল। এই জার্সিতে যারা নিজেদের নাম দেখতে চায় তাঁদের উপযুক্ত অর্থ পরিশোধ করতে হবে।’

আগামী দলবদলে নতুন খেলোয়াড় আনার জন্য বার্সেলোনা কত অর্থ পেতে পারে, সেটাও জানিয়েছেন রোমেউ। তবে সে কথাটা বার্সা সমর্থকদের হতাশই করবে, ‘শীতকালীন দলবদলে নতুন খেলোয়াড় নিবন্ধন করার সুযোগ আছে আমাদের সামনে। আগামী দলবদলে খরচ করার জন্য দুই কোটি ইউরো অর্থ আছে আমাদের।’


রাকুতেনের আগে বার্সেলোনার জার্সির পৃষ্ঠপোষক ছিল কাতার এয়ারলাইনস, কাতার ফাউন্ডেশন ও ইউনিসেফ।