জার্মানিকে বিদায় বললেন টনি ক্রুস
জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। ওয়েম্বলিতে ইংল্যান্ডের কাছে ইউরোর শেষ ষোলোর ম্যাচে হারের পর আজ এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। ২-০ গোলে হারা সেই ম্যাচটি ছিল তাঁদের দীর্ঘদিনের কোচ ইওয়াখিম ল্যুভেরও শেষ। যে ল্যুভকে ক্রুস বলেছেন ‘তাঁকে বিশ্বচ্যাম্পিয়ন বানানোর কারিগর’, সেই ল্যুভের সঙ্গে সঙ্গেই জাতীয় দলকে বিদায় বললেন ৩১ বছর বয়সী টনি ক্রুস।
আপাতত রিয়াল মাদ্রিদের হয়েই খেলা চালিয়ে যাওয়ার লক্ষ্য ক্রুসের। স্পেনের ক্লাবটির হয়ে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি আছে তাঁর। অবশ্য জাতীয় দল থেকে অবসরের কারণ হিসেবে পরিবারকে সময় দেওয়ার কথাও বলেছেন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে, ‘বিশেষ করে আমি রিয়াল মাদ্রিদের হয়ে খেলার দিকেই নজর দিতে চাই এখন। বাড়তি হিসেবে এখন থেকে ছুটি পাব আমি, গত ১১ বছর জাতীয় দলের খেলোয়াড় হিসেবে যে সুযোগটা ছিল না। আর একজন স্বামী এবং বাবা হিসেবে আমার স্ত্রী ও তিন সন্তানের পাশেও থাকতে চাই।’
জার্মানির হয়ে খেলাটা তাঁর জন্য সম্মানের ছিল, এমনটা উল্লেখ করে বিদায়বেলায় সমর্থকদের সঙ্গে ক্রুস আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন সদ্য বিদায়ী কোচকে, ‘সবশেষে আমি ধন্যবাদ জানাতে চাই ল্যুভকে। তিনিই আমাকে জাতীয় দলের খেলোয়াড় বানিয়েছেন, আমাকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমার ওপর আস্থা রেখেছিলেন তিনি, দীর্ঘদিন আমরা সফলও হয়েছি।’
অবশ্য শেষটা তেমন রাঙানো হলো না—সেই আফসোসটাও সঙ্গী হচ্ছে তাঁর, ‘খুব করে চেয়েছিলাম যাতে আমার অবসরের সময় নামের পাশে ১০৯টা ম্যাচ থাকে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাটা যেন যোগ হয়।’
তবে ১০৬ ম্যাচ খেলেই বিদায় বলতে হচ্ছে তাঁকে। ২০১০ সালে জার্মানির হয়ে অভিষেক হয়েছিল ক্রুসের। জার্মানির হয়ে তাঁর চেয়ে বেশি খেলেছেন আর মাত্র ছয়জন। এবারের ইউরোর পরই অবসর নেবেন, এমন সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিলেন বলে জানিয়েছেন তিনি।
২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানি দলের সদস্য ক্রুস সব মিলিয়ে খেলেছেন তিনটি করে বিশ্বকাপ ও ইউরো। জাতীয় দলের হয়ে করেছেন ১৭ গোল।