জামালের সঙ্গে ‘লড়াইয়ে’ শেষ পর্যন্ত হাসি তারিকের
শনিবার রাতে ইউরো চ্যাম্পিয়নশিপে ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচে ঘটে গেল এক দুর্ঘটনা। ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন মাঠে অজ্ঞান হয়ে যান। গোটা ফুটবল–দুনিয়ায় আলোড়ন তোলে এ ঘটনা। অনেকে আশঙ্কায় ছিলেন ড্যানিশ তারকার জীবন নিয়েই।
বিশ্বের নানা প্রান্তে ফুটবলাররা সামাজিক যোগাযোগমাধ্যমে এরিকসেনের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন। শেষ পর্যন্ত এরিকসেনের জ্ঞান ফেরে এবং স্থগিত ম্যাচটি আবার হয়েছে। এই ম্যাচ ঘিরে বাংলাদেশ জাতীয় দলের দুই ফুটবলার ছিলেন রোমাঞ্চিত। জামাল ভূঁইয়া ও তারিক কাজীর রোমাঞ্চিত হওয়ারই কথা। দুজন যে এই দুই দেশে বেড়ে উঠেছেন। জামাল ডেনমার্কে, তারিক ফিনল্যান্ডে।
ফিনল্যান্ডের বর্তমান দলটির ৩ জনের বিপক্ষে সে দেশের বয়সভিত্তিক ও ক্লাব ফুটবলে খেলার অভিজ্ঞতা আছে তারিকের। সেই স্মৃতি তুলে এনে দোহা থেকে তারিক বলেছেন, ‘আমি ফিনল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলে খেলেছি। ওই সময় বর্তমান ফিনল্যান্ড জাতীয় দলের মিডফিল্ডার অন্নি ভালাকারি ছিলেন অনূর্ধ্ব-১৯ দলে। আমরা তখন অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলেছিলাম। অন্য দুজন রবার্ট ইভানভ ও লাসি লাপালাইলেনের বিপক্ষে ফিনল্যান্ডের ঘরোয়া ফুটবলে খেলার অভিজ্ঞতা আছে আমার।’
ম্যাচ শুরুর আগেই জামালের কাছে তারিক জানতে চান, জামাল ম্যাচ দেখবেন কি না। জামাল বলেছিলেন, অবশ্যই দেখবেন। তারপর ম্যাচের মাঝপথে এরিকসনের ওই ঘটনা। ফিনল্যান্ড এগিয়ে যাওয়ার পর তারিক নাকি খুদে বার্তা দেন জামালকে। তবে জয়ের আনন্দের মধ্যে এরিকসেনের জন্য জামালের মতো তাঁর মনটাও খারাপ।
দোহায় অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্য খেলোয়াড়েরা বেশ উপভোগ করেছেন জামাল আর তারিকের মাঠের বাইরে অন্য রকম এই লড়াই। তাঁরা বিভক্ত হয়ে পড়েন এই ম্যাচ ঘিরে। কেউ সমর্থন দেন জামাল ভূঁইয়ার ডেনমার্ককে, কারও সমর্থন পেয়েছে তারিকের ফিনল্যান্ড।
ম্যাচটি নিয়ে জামাল ভবিষ্যদ্বাণী করেছিলেন, ডেনমার্ক ২-০ গোলে জিতবে। কিন্তু ভালো খেলেও তাঁর দল হেরে গেছে ১-০ গোলে। স্বাভাবিকভাবেই মনটা খারাপ জামালের। দোহা থেকে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আশা করছিলাম ডেনমার্ক জিতবে। কিন্তু ভালো খেলেও ডেনমার্কের জিততে না পারা হতাশার। কিন্তু কিছু করার নেই, এটাই ফুটবল। এই ম্যাচে ফলাফলের চেয়ে অবশ্য বেশি গুরুত্বপূর্ণ এরিকসেনের অজ্ঞান হয়ে যাওয়ার ব্যাপারটা। আমি তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।’
শেষ পর্যন্ত ফিনল্যান্ড ম্যাচটি জেতায় খুবই খুশি তারিক কাজী। দোহা থেকে জানিয়েছেন নিজের উচ্ছ্বাস। তবে মনে করিয়ে দিতে ভোলেননি এরিকসেনের ঘটনা, ‘ফিনল্যান্ড ১-০ গোলে জিতেছে। হয়তো এই ফল দারুণ আমার জন্য। কিন্তু আমি বলব, এই ম্যাচের ফল মূল বিবেচ্য নয়। গত রাতে কী ঘটেছে, সেটা বরং আমাদের দেখতে হবে। এরিকসেনের ঘটনা খুবই দুঃখজনক।’
এরিকসন ও তাঁর পরিবারের পাশে থাকার কথা জানিয়ে বাংলাদেশ দলের নবাগত ডিফেন্ডারে আশা, ‘আমি চাইব, এরিকসেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরে আসুক।’ ম্যাচটি ঘিরে ভেতরে-ভেতরে জামালের সঙ্গে মধুর একটা লড়াই ছিল বলছেন তারিক। তাঁর কথা, ‘অবশ্যই আমরা দুজন দুই দলকে সমর্থন করেছি। তবে শেষ পর্যন্ত এই ম্যাচ থেকে প্রাপ্তিটা আমারই। কারণ, ফিনল্যান্ড জিতেছে।’