জামাল ভূঁইয়ারা কাঠমান্ডুতে, জেমি ডে লন্ডনে
>এসএ গেমসে ফুটবল খেলতে আজ কাঠমান্ডুতে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। আগামীকাল লন্ডন থেকে সরাসরি কাঠমান্ডুতে দলের সঙ্গে যোগ দেবেন কোচ জেমি ডে
দক্ষিণ এশিয়ান গেমসে ফুটবল খেলতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। ২০ সদস্যের বাংলাদেশ দলে ১৬ জনই জাতীয় দলের। এদের মধ্যে সিনিয়র কোটায় আছেন সেন্টারব্যাক ইয়াসিন খান, মিডফিল্ডার জামাল ভূঁইয়া ও ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। ফলে দলকে ঘিরে তৈরি হয়েছে প্রত্যাশা। বাংলাদেশ কোচ জেমি ডে-ও সোনা জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন। আগামীকাল লন্ডন থেকে সরাসরি কাঠমান্ডুতে দলের সঙ্গে যোগ দেবেন জেমি।
আনুষ্ঠানিকভাবে ১ ডিসেম্বর শুরু হবে গেমস। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন নেপালের সঙ্গী বাংলাদেশ। গ্রুপের আরেক দল ভুটান। স্বাগতিক নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হচ্ছে ১৯৯৯ ও ২০১০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশের। এবার ৯ বছর বাদে আবার বাংলাদেশের মিশন সোনা জয়, ‘আমরা পদক জয়ের লক্ষ্যেই নেপাল যাব। কাজটা সহজ হবে না, কিন্তু আমরা সামর্থ্যের সেরাটা দিয়ে চেষ্টা করব।’
বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও শুনিয়েছেন আশার কথা। ম্যাচ ধরে ধরে এগোতে চান তিনি, ‘আমরা চেষ্টা করব চ্যাম্পিয়ন হতে। তবে আপাতত চোখ রাখছি সেমিতে ওঠার ওপর। সেমির পর ফাইনাল। যাওয়ার আগে লক্ষ্যের কথা যদি বলেন, আমি বলব ফাইনালে খেলার কথা।’
সাম্প্রতিক সময়ে ভালো ফুটবল খেলতে পারার সুনাম কুড়িয়েছেন জামাল ভূঁইয়ারা। যদিও বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। এ ছাড়া বাকি তিন ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেও প্রশংসা কুড়িয়েছে জামালদের লড়াকু মনোভাব। স্বাগতিক নেপালের বিপক্ষে প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ মনে করছেন বাংলাদেশ কোচ, ‘প্রথম ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। খুব কঠিন হবে আমাদের জন্য। স্বাগতিক হিসেবে তাদের মাঠে তাদের বিপক্ষে খেলা খুবই কঠিন কাজ। এ ম্যাচে জয় পেলে তা দারুণ হবে, ড্র করলেও খারাপ ফল নয়।’
২০১০ সালে আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০১৬ সালে স্বাগতিক ভারতের কাছে সেমিফাইনালে হারে বাংলাদেশ। এরপর মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়ে আসাম ও মেঘালয়ের যৌথ আয়োজনের আসর থেকে ব্রোঞ্জ নিয়ে ফেরে বাংলাদেশ।