ছয়ে ছয় করলেই চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

মাঝমাঠে আলো ছড়ান ডি ব্রুইনা। ফোডেনের গোলের পরছবি: রয়টার্স

টানা ছয় ম্যাচ জেতা সহজ কিছু না। তবে শুধু নিজেদের পারফরম্যান্স দিয়ে শিরোপা জিততে চাইলে ম্যানচেস্টার সিটির সামনে এটাই একমাত্র পথ। জিততে হবে বাকি ছয় ম্যাচ।

ঘরের মাঠে আজ ব্রাইটনকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে ফিরেছে পেপ গার্দিওলার দল।

৩২ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ১ পয়েন্ট ব্যবধানে হাড্ডাহাড্ডি লড়ছে দুই দল। এখান থেকে পা হড়কানো মানে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আশা শেষ। সিটি নিজেদের বাকি ছয় ম্যাচ জিতলে লিভারপুলের তখন আর কিছুই করার থাকবে না।

ম্যানচেস্টার ইউনাইটেডকে মঙ্গলবার রাতে ৪-০ গোলে বিধ্বস্ত করে টেবিলের শীর্ষে উঠে এসেছিল লিভারপুল। নিজেদের ম্যাচটা তাই জেতার বিকল্প ছিল না সিটির সামনে। কিন্তু ইতিহাদে প্রথমার্ধে সুযোগ নষ্টের মহড়া দিয়েছেন রিয়াদ মাহরেজ-বের্নার্দো সিলভারা।

জয়ে শীর্ষে ফেরার পর সিটির খেলোয়াড়েরা
ছবি: রয়টার্স

আলজেরিয়ান তারকা মাহরেজ একাই তিনটি সুযোগ নষ্ট করেন। ২৬ মিনিটে কেভিন ডি ব্রুইনা পোস্টের ওপর দিয়ে বল মারেন। ফিল ফোডেনের পাস থেকে সুবিধাজনক জায়গায় দাঁড়িয়েও গোল করতে পারেননি সিলভা। প্রথমার্ধে গোলশূন্য ব্যবধানে সিটির বিরতিতে যাওয়ায় সমর্থকদের ভ্রু কুঁচকে যাওয়া অস্বাভাবিক কিছু না।

বিরতির পর আর ভুল করেনি সিটি। বেলজিয়ান তারকা ডি ব্রুইনা দ্বিতীয়ার্ধে সিটির জেগে ওঠার চাবিকাঠি। ৫৩ মিনিটে মাহরেজকে দিয়ে গোল করিয়েছেন, আর ৮২ মিনিটে সিলভার করা শেষ গোলের শুরুটা ছিল ব্রুইনার পাস থেকে। মাঝে ৬৫ মিনিটে দ্বিতীয় গোলটি ফোডেনের। ব্রাইটন গোলকিপার রবার্ট সানচেজের গায়ে লেগে জালে জড়ায় তাঁর দুরপাল্লার শট।

ম্যাচ শেষে খেলোয়াড়দের বাকি দায়িত্ব স্মরণ করিয়েছেন সিটি কোচ গার্দিওলা, ‘এর আগে শিরোপা জিততে আমাদের টানা ১৪ ম্যাচ জিততে হয়েছে। আমরা পয়েন্ট হারালে ওরা (লিভারপুল) চ্যাম্পিয়ন হবে। আমরা চ্যাম্পিয়ন হবো নিজেদের সব ম্যাচ জিততে পারলে। কী করতে হবে তা এখন আমরা জানি।’

চেলসি ২ : আর্সেনাল ৪

চতুর্থস্থান নিয়ে লড়াই জমিয়ে তুলেছে আর্সেনাল। স্টামফোর্ড ব্রিজে রোমাঞ্চকর লন্ডন ডার্বিতে চেলসিকে ৪-২ গোলে হারিয়েছে মিকেল আরতেতার দল। জোড়া গোল করেন আর্সেনালের ২২ বছর বয়সী স্ট্রাইকার এডি নেকেতিয়া। প্রথমার্ধে দুবার এগিয়ে গিয়েও ২-২ গোল সমতায় বিরতিতে যেতে হয় আর্সেনালকে। চেলসিকে সমতায় ফেরান টিমো ভেরনার ও সিজার আসিপিলিকুয়েতা।

গোলের পর সতীর্থের সঙ্গে উদযাপন এডি নেকেতিয়ার
ছবি: রয়টার্স

বিরতির পর নেকেতিয়া ও বুকায়ো সাকা গোল করেন আর্সেনালের হয়ে। চেলসি আক্রমণভাগে হতাশ করেছেন রোমেলু লুকাকু। ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পাঁচে আর্সেনাল। সমান ম্যাচে টটেনহাম সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় চারে।