চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আবার খেলতে সব দিয়ে দিতে পারেন সালাহ

চ্যাম্পিয়নস লিগ জিততে না পেরে হতাশ সালাহছবি: টুইটার

এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালটা মোহাম্মদ সালাহকে অনেক বড় দাগা দিয়েছে। ২০১৮ সালে একবার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু সের্হিও রামোসের সঙ্গে বল দখলের লড়াইয়ে চোট পেয়ে প্রথমার্ধেই মাঠ ছেড়েছিলেন। সে ক্ষোভ যে মনে মনে পুষে রেখেছিলেন, সেটা বোঝা গেছে এবারের ফাইনালে। সেমিফাইনাল জেতার পরই বলেছিলেন, ফাইনালে রিয়াল মাদ্রিদকে চান, এবার প্রতিশোধের পালা।

প্রতিশোধ নেওয়া হয়নি সালাহর। ফাইনালে থিবো কোর্তোয়া দেয়াল হয়ে উঠেছিলেন, সালাহও প্রত্যাশিত খেলা খেলতে পারেননি। ১-০ গোলে হেরেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। সে দুঃখ সহসা কাটবে না তাঁর। পারলে আজই নতুন মৌসুমে মাঠে নামেন, সম্ভব হলে নিজের সব অর্জন বিসর্জন দিয়ে আবার ফাইনাল খেলতে নামেন সালাহ!

প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সালাহ
ছবি: টুইটার

২০১৮ ফাইনালের চোট সালাহর বিশ্বকাপ–স্বপ্নকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। সেবার অন্তত চ্যাম্পিয়নস লিগের দুঃখটা বিশ্বকাপে মিসরের হয়ে গোল করে ভুলেছিলেন সালাহ। এবার সে সম্ভাবনাও নেই। মিসরকে বিশ্বকাপে নিয়ে যেতে পারেননি সালাহ। লিভারপুলের হয়েও মৌসুমের শেষ দিকে হতাশা উপহার পেয়েছেন। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারের আগে শেষ দিনে লিগ শিরোপা জিততে দেখেছেন ম্যানচেস্টার সিটিকে।

সমর্থক ও ক্রীড়ালেখকদের চোখে সেরা সালাহই
ছবি: টুইটার

খেলোয়াড় হিসেবে মৌসুমটা অবশ্য দারুণ কেটেছে সালাহর। এর প্রতিদানও পেয়েছেন। ফুটবল লেখক সমিতির (এফডব্লুএ) বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। সমর্থকদের চোখেও সেরা তিনি। এ দুটি পুরস্কারের সঙ্গে লিগ কাপ ও এফএ কাপ জেতার মুহূর্তের ছবি শেয়ার করেছেন আজ টুইটারে। সে টুইটেই ফাইনালে নিজের পারফরম্যান্স নিয়ে হতাশার কথা জানিয়েছেন সালাহ, ‘একই মৌসুমে সাংবাদিক ও সমর্থকদের স্বীকৃতি পাওয়া বিশেষ কিছু, আমি কখনো এর স্বাদ ভুলব না। কিন্তু আমি সব ব্যক্তিগত পুরস্কার দিয়ে দিতাম, যদি ফাইনাল আরেকবার খেলার সুযোগ পেতাম। কিন্তু ফুটবল তো এমনই।’

ফাইনালের প্রথমার্ধে নিজের ছায়া হয়ে ছিলেন সালাহ। বারবার বল হারিয়েছেন, পেনাল্টি বক্সের কাছে গেলেই ভুল সিদ্ধান্ত নিয়েছেন। দ্বিতীয়ার্ধে একটু ভালো খেললেও কোর্তোয়ার সঙ্গে পেরে ওঠেননি। সে হতাশা আগামী মৌসুমেই ভুলতে চান মিসরের ফরোয়ার্ড, ‘লিভারপুলে এই ট্রফি ফেরাতে কতটা উদ্‌গ্রীব ছিলাম, সেটা বলে বোঝাতে পারব না। কিন্তু শেষ পর্যন্ত আমরা পারিনি। সমর্থনের জন্য সমর্থকদের ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না। এটা অনেক লম্বা মৌসুম ছিল, কিন্তু আমার মনের কোণে ইচ্ছা জাগছে, আবার শুরু হোক। আগামীকাল থেকে আবার শুরু।’