চেলসিতে বুলিং, তদন্তের সিদ্ধান্ত নতুন মালিকের

মাঠের বাইরের খবরই বেশি আসছে চেলসিতেফাইল ছবি: এএফপি

চেলসিতে পালাবদল চলছে। কদিন আগেই চেলসি কিনে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের টড বোয়েলি। এরপর ক্লাব থেকে বিদায় নিয়েছেন দলবদলে দর-কষাকষিতে নাম কামানো পরিচালক মারিনা গ্রানোভস্কায়া। ৩০ জুন বিদায় নিয়েছেন চেয়ারম্যান ব্রুস বাক। টেকনিক্যাল অ্যান্ড পারফরম্যান্স পরামর্শক পদে ছিলেন ক্লাব কিংবদন্তি পিওতর চেক। প্রিয় ক্লাবকে বিদায় বলে দিয়েছেন চেকও।

শুধু ফুটবলীয় দিকেই যে পরিবর্তন আনা হচ্ছে, এমন নয়। ক্লাব সংস্কৃতিতেও বদল আনা হচ্ছে চেলসিতে। ক্লাবে বুলিং হয়, এমন অভিযোগ পাওয়ায় বহিরাগত পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে নতুন মালিকপক্ষ।

আরও পড়ুন
আমেরিকান ব্যবসায়ী টড বোয়েলি
ফাইল ছবি

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চেলসির একটি বিভাগে অবস্থা এতটাই বাজে হয়ে গিয়েছিল যে সেটাকে ‘কর্মক্ষেত্রে বিষপূর্ণ সংস্কৃতি’ হিসেবে ধরা হচ্ছিল। গত জানুয়ারিতে সাবেক কর্মী রিচার্ড বিগনেল আত্মহত্যা করেছেন। সুরতহালে চেলসি টিভির সাবেক প্রধানের এই সিদ্ধান্তের পেছনে চাকরি হারানোর পর সৃষ্ট অবসাদকে কারণ বলা হয়েছে। চেলসি এখন আগের মালিকের অধীন ওঠা অভিযোগগুলো তদন্ত করে দেখবে।

আরও পড়ুন
চেলসিকে বিদায় বলেছেন চেক
ফাইল ছবি

এক বিবৃতিতে ক্লাবের বোর্ড জানিয়েছে, ‘ক্লাবের ভালো কাজের সংস্কৃতি বজায় রাখাতে বিশ্বাস করে ক্লাবের নতুন বোর্ড। এমন করপোরেট সংস্কৃতি দেখতে চায়, যেখানে কর্মীদের আত্মোন্নয়ন ঘটে এবং নিশ্চিত করে তারা নিজেদের নিরাপদ, মূল্যবান, আস্থাবান ও ক্লাবের অংশ মনে করে। আমাদের নীতির সঙ্গে যায়, এমন সংস্কৃতি নিশ্চিত করতে নতুন মালিকেরা পদক্ষেপ নিয়েছেন।’

আরও পড়ুন
রিচার্ড বিগনেল
ছবি: চেলসি

সাবেক কর্মচারী বিগনেলকে ‘সবার ভালোবাসার’ এবং ‘ফুটবল ও ক্রীড়া সম্প্রচার পরিবারের মধ্যে বেশ জনপ্রিয় ও শ্রদ্ধার পাত্র’ বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে বিবৃতিতে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘রিচার্ডের পুরো পরিবারের জন্য হৃদয়ের অন্তস্তল থেকে ভালোবাসা। তাঁর বিদায় ক্লাবে তাঁর সহকর্মী ও ফুটবল সমাজেই টের পাওয়া গেছে। ওই ঘটনা সম্পর্কে জানার পর নতুন মালিকপক্ষ নিজ থেকেই পরামর্শদাতাদের মাধ্যমে রিচার্ডের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে।’

আরও পড়ুন