চুলের বিচিত্র স্টাইল নিয়ে আবার নেইমার

নিজের `ইনস্টাগ্রাম স্টোরি` তে নতুন চুলের স্টাইলের ছবি পোস্ট করেছেন নেইমার
নিজের `ইনস্টাগ্রাম স্টোরি` তে নতুন চুলের স্টাইলের ছবি পোস্ট করেছেন নেইমার
>

ইতিবাচক কারণে হোক বা নেতিবাচক, সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন নেইমার। এবার আবারও আলোচনায় এলেন, তবে মাঠের নৈপুণ্য দিয়ে নয়, বরং বিচিত্রভাবে চুল কেটে!


বিশ্বকাপের সময়ে মাঠের পারফরম্যান্স যা–ই হোক না কেন, আলোচনায় নেইমার সব সময় ছিলেন। সেটি মাঠে গড়াগড়ি করেই হোক কিংবা বিচিত্র চুলের স্টাইল দিয়েই হোক। বিশ্বকাপে দুই সপ্তাহ টিকে ছিল ব্রাজিল, সে দুই সপ্তাহে চার-চারবার চুলের স্টাইল বদলেছিলেন নেইমার। সে সময়ে নেইমারের নুডলসের মতো চুলের ছাঁট বেশ আলোচনার জন্ম দিয়েছিল। অনেক হাসাহাসিও হয়েছিল। এরপরও স্টাইলটি নেইমারের হয়তো ভালো লেগেছিল, তাই সেটি রেখে দিলেন এত দিন। কিন্তু কত দিন? ‘নুডলস ছাঁট’ বাদ দিয়ে এবার নতুন এক বিচিত্র চুলের ছাঁট নিয়ে হাজির তিনি। ইনস্টাগ্রামে এই নতুন চুলের স্টাইলের একটা পোস্টও দিয়েছেন।


নেইমারের নতুন চুলের স্টাইলটার আবার গালভরা একটা নামও আছে, ‘ড্রেডলক’— চুলে জট পাকিয়ে টাকিয়ে এটা করা হয়। স্বাভাবিকভাবেই নেইমারের এই নতুন স্টাইল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা, হাস্যরস চলছে। একজন বলেছেন, মাঠে ‘ডাইভ’ দেওয়ার সময় মাঠের ঘাসের সঙ্গে নেইমারের চুল জড়িয়ে যাবে। আরেকজনের বক্তব্য, নেইমারের চুলের নতুন স্টাইলের সঙ্গে ‘চিজস্ট্রিং’ (বিশেষভাবে লম্বা করে কাটা পনির) এর মিল রয়েছে। বড়দিন উপলক্ষে কাটা চুল নিয়ে নেইমার হয়তো আজ ফ্রেঞ্চ লিগে মাঠে নামবেন নান্তের বিপক্ষে।


এই মৌসুমে পিএসজির হয়ে ১৯ ম্যাচে ১৬ গোল করেছেন নেইমার, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও আটবার। তাঁর দল লিগে প্রথম স্থানে তো আছেই, চ্যাম্পিয়নস লিগেও খেলছে দুর্দান্ত। লিভারপুল, নাপোলি ও রেড স্টার বেলগ্রেডের গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন নেইমাররা। দ্বিতীয় রাউন্ডে তাঁরা খেলবেন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে।