চার নতুন ফুটবলারকে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি জেমির
কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্টে আগামীকাল ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই টুর্নামেন্ট সামনে রেখে কোচ জেমি ডে দলে ডেকেছেন দুই প্রবাসী ফুটবলার তাহমিদ ইসলাম ও রাহবার ওয়াহেদ খানকে। বাকি দুই নতুন মুখ আতিকুজ্জামান ও মিতুল মারমা। তাঁদের সবাইকে ত্রিদেশীয় টুর্নামেন্টের ম্যাচগুলোতে খেলানোর প্রতিশ্রুতি দিলেন জেমি ডে।
কিরগিজস্তান থেকে বাফুফেকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে জেমি ডে তেমন আভাসই দিয়েছেন আজ, ‘এখানে তিনটি ম্যাচের মধ্যে তাদের সবাই একটি করে ম্যাচ খেলবে। যদি তারা সুযোগ পায়, তাহলে তাদের আন্তর্জাতিক ফুটবলের একটা অভিজ্ঞতাও হবে। এ জন্যই তাদের সুযোগটা দিতে চাই। আগামীকাল বা যেকোনো ম্যাচে এই চারজনের মাঠে নামার সুযোগ থাকছে।’
আগামী ১-১৬ অক্টোবর মালদ্বীপে হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে মূলত ওই টুর্নামেন্টের জন্য ফুটবলার বাছাই করাই জেমির আসল লক্ষ্য। সেই ধারাবাহিকতায় কালকের ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছেন জেমি।
‘আমরা আপাতত কালকের ম্যাচের দিকেই সব নজর দিচ্ছি। গত তিন–চার দিন ছেলেরা কঠোর অনুশীলন করেছে। ফিলিস্তিন খুব শক্তিশালী একটা দল। এটা আমাদের জন্য কঠিন একটা ম্যাচই হবে। আমাদের ছেলেদের পরখ করে নেওয়ার ম্যাচ হবে এটা। দলের সবাই এই মুহূর্তে ফিট আছে। কালকের জন্য আমরা তৈরি। সাফের আগে সবাইকে দেখে নেওয়ার এটাই সুযোগ আমাদের’ - বলেছেন বাংলাদেশ কোচ।
আগামীকালের ম্যাচে মাঠে নামতে মুখিয়ে আছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এই ম্যাচের আগে ২ সেপ্টেম্বর মাঠে বসে ফুটবলাররা দেখেছেন দুই প্রতিপক্ষ কিরগিজস্তান ও ফিলিস্তিনের মধ্যকার ম্যাচটি।
সেই অভিজ্ঞতা কাল কাজে লাগাতে চান জামাল, ‘কাল আমরা ফিলিস্তিনের বিপক্ষে খেলব। যেহেতু এর আগে আমরা কিরগিজস্তান–প্যালেস্টাইন ম্যাচটি দেখেছি মাঠে বসে। তাই ওই ম্যাচ নিয়ে আমরা কোচের সঙ্গে আলোচনা করেছি। তাদের শক্তি, দুর্বলতা কোথায়, সেগুলো নিয়ে অনুশীলনে কাজ করেছি আমরা।’
সাফের প্রস্তুতির জন্য হাতে সময় বেশি নেই বাংলাদেশের। প্রতিটি মুহূর্তকেই তাই গুরুত্বপূর্ণ বলছেন জামাল, ‘সাফে খেলতে যাওয়ার আগে এগুলোই আমাদের শেষ প্রস্তুতি ম্যাচ। আমাদের হাতে সময় এক মাসের কম রয়েছে। এখন আমাদের জন্য সময় খুব গুরুত্বপূর্ণ। কোথায় আমাদের দুর্বলতা, কোথায় উন্নতি করতে হবে, সেগুলো নিয়েই মূলত আলোচনা হচ্ছে। দলের সবাই ফিট। সবাই প্রস্তুত এই টুর্নামেন্ট খেলতে।’
৭ সেপ্টেম্বর ত্রিদেশীয় টুর্নামেন্টে কিরগিজস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলবে বাংলাদেশ। দলের শেষ ম্যাচ ৯ সেপ্টেম্বর, সেদিন প্রতিপক্ষ কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল।