চাকরি হারালেন সাইফুল বারী
শিরোপা জয়ের আশায় এবার প্রায় ১০ কোটি টাকা খরচ করে দল গড়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। অথচ প্রিমিয়ার লিগে দলটির অবস্থা শোচনীয়, হেরেছে টানা পাঁচটি ম্যাচ।
৮ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে ১১ নম্বরে তাদের অবস্থান। সর্বশেষ উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মতো লিগের নিচের দিকের দলের সঙ্গেও হেরেছে তারা।
দলের খারাপ অবস্থায় প্রথম কোপটা পড়েছে প্রধান কোচ সাইফুল বারীর ওপর। বোববার রাতে তাঁকে বরখাস্ত করা হয়েছে।
এ প্রসঙ্গে ক্লাবের ক্রীড়া পরিচালক সালেহ জামান সেলিম প্রথম আলোকে বলেন, ‘প্রধান কোচের পদ থেকে সাইফুল বারীকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন আমাদের বর্তমান সহকারী কোচ জুলফিকার মাহমুদ। এ ছাড়া দলের ম্যানেজারকেও (খন্দকার ওয়াসিম ইকবাল) সরিয়ে দেওয়া হয়েছে।’
পরিবর্তন আসবে বিদেশি খেলোয়াড়েও। মধ্যবর্তী দলবদলে জুলফিকার মাহমুদকে নতুন চার বিদেশি খেলোয়াড় পছন্দ করতে বলা হয়েছে। তবে প্রধান কোচ হিসেবে জুলফিকারের চাকরিটাও পাকা নয়। তিনি ভালো না করতে পারলে বিদেশি কোচ আনা হবে বলে জানিয়েছেন ক্লাব কর্তারা।
লিগে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর তৃতীয় ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে জিতেছে শেখ রাসেল। এরপর টানা হারের বৃত্তে ঢুকে যাওয়া নীল জার্সিধারীরা ৮ ম্যাচে পেয়েছে মাত্র ৫ পয়েন্ট। সবার নিচে থাকা স্বাধীনতা ক্রীড়া সংঘের পয়েন্টও ৫। স্বাধীনতার চেয়ে গোল কম খাওয়ায় রাসেলের অবস্থান এক ধাপ ওপরে।
মুক্তিযোদ্ধা ও মোহামেডানের মতো লিগে এ পর্যন্ত সর্বনিম্ন ৬টি গোল করেছে শেখ রাসেল। গত চার ম্যাচে শেখ রাসেল গোল করেছে মাত্র ২টি, উল্টো দিকে এই ৪ ম্যাচে তারা খেয়েছে ৮ গোল। সব মিলিয়ে ৮ ম্যাচে খেয়েছে ১৩ গোল। সবচেয়ে বেশি গোল খাওয়া দলের তালিকায় রাসেল ৪ নম্বরে।