গোলটা করে ফেলবেন, ভাবেননি হ্যাজার্ড
ক্রিস্টিয়ানো রোনালদোদের বিদায় ঘটে গেল আচমকা একটা শটে। থরগান হ্যাজার্ড ভাগ্য পরীক্ষা করেছিলেন, গোলে শট নিয়ে। কিন্তু সেই শটটিই কিনা পর্তুগিজ গোলকিপার রুই পাত্রিসিওর জন্য ‘অসম্ভব’ এক শটে পরিণত হলো। কাল ইউরোর দ্বিতীয় পর্বের ম্যাচে বেলজিয়ামকে কোয়ার্টার ফাইনালে তুলে দেওয়া থরগান নিজেই অবাক তাঁর ওই এক শটেই দল জয় পেয়ে যাওয়ায়।
বড় ভাই এদেন হ্যাজার্ড বেলজিয়াম দলের অধিনায়ক। থরগান হ্যাজার্ড বড় ভাইয়ের তুলনায় কম পরিচিত। বুন্দেসলিগায় বরুসিয়া ডর্টমুন্ডের এ লেফট উইংব্যাক কাল থেকে নিশ্চয়ই বেলজিয়ানদের চোখের মণি। ম্যাচের ৪২ মিনিটে পর্তুগিজ বক্সের বাইরে বাঁ দিকে বল পেয়ে থরগান যে শটটি নেন, সেটিই শেষ পর্যন্ত পর্তুগালের ইউরোর শিরোপা ধরে রাখার স্বপ্নে কাঁটা বিছিয়ে দিল।
এরপর হরেক চেষ্টাতেও ম্যাচে ফিরতে পারেনি রোনালদোর দল। আকারে–ইঙ্গিতে কোচ সান্তোস দোষ দিয়েছেন তাঁর দলের ভাগ্যকেও। তবে এটাও স্বীকার করেছেন ফুটবলে সবই হয়। থরগান নিজেও নিশ্চয়ই সেটি বুঝতে পারছেন—ফুটবলে ভাগ্য যাচাই করলে অনেক সময় মুক্তাও মেলে। কালকের গোলটি থরগান আর বেলজিয়ামের জন্য তেমনই।
চোটে পড়েছিলেন থরগান। ইউরোর গ্রুপপর্বে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচটা খেলতে পারেননি তিনি। তবে গোলের মধ্যেই ছিলেন তিনি। গ্রুপপর্বে ডেনমার্কের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে গোল পেয়েছিলেন। কাল পর্তুগালের বিপক্ষে গোল করে এক রেকর্ডই গড়ে ফেলেছেন। প্রথম বেলজিয়ান হিসেবে পরপর দুই ম্যাচে দেশের হয়ে গোল করলেন। তবে রেকর্ড নয়, নক আউট ম্যাচে জয়সূচক গোলটি নিশ্চয়ই তাঁর কাছে অন্যরকম দ্যোতনা তৈরি করবে।
এরপর হরেক চেষ্টাতেও ম্যাচে ফিরতে পারেনি রোনালদোর দল। আকারে–ইঙ্গিতে কোচ সান্তোস দোষ দিয়েছেন তাঁর দলের ভাগ্যকেও। তবে এটাও স্বীকার করেছেন ফুটবলে সবই হয়। থরগান নিজেও নিশ্চয়ই সেটি বুঝতে পারছেন—ফুটবলে ভাগ্য যাচাই করলে অনেক সময় মুক্তাও মেলে। কালকের গোলটি থরগান আর বেলজিয়ামের জন্য তেমনই।
চোটে পড়েছিলেন থরগান। ইউরোর গ্রুপপর্বে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচটা খেলতে পারেননি তিনি। তবে গোলের মধ্যেই ছিলেন তিনি। গ্রুপপর্বে ডেনমার্কের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে গোল পেয়েছিলেন। কাল পর্তুগালের বিপক্ষে গোল করে এক রেকর্ডই গড়ে ফেলেছেন। প্রথম বেলজিয়ান হিসেবে পরপর দুই ম্যাচে দেশের হয়ে গোল করলেন। তবে রেকর্ড নয়, নক আউট ম্যাচে জয়সূচক গোলটি নিশ্চয়ই তাঁর কাছে অন্যরকম দ্যোতনা তৈরি করবে।