খা খা, বক্কিলারে খা!
ফুটবলে সফল হওয়ার ট্যাকটিকস? মেক্সিকোর জন্য কৌশল একটাই—তুকতাক জাদুমন্তর। না, কোচ মাঠে অবশ্যই আছেন। তবে জাদু-টোনাকে একটুও কম গুরুত্ব দেয় না মেক্সিকো। এমনি এমনি তো আর গত ২৪ বছর ধরে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে তারা ওঠেনি। শুধু চূড়ান্ত পর্ব? মেক্সিকো মানে দ্বিতীয় রাউন্ডও তো নিশ্চিত!
সর্বশেষ ৬ বিশ্বকাপে প্রতিবারই প্রথম রাউন্ডের বাধা পেরোতে পেরেছে তারা। যদিও বাদ পড়েছে শেষ ষোলোতে। এবার তাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল! তাহলে? জাদুমন্ত্রের ক্ষমতা আরও বাড়াতে তো হবে! সেই ১৯৭০ আর ১৯৮৬ বিশ্বকাপ—এই দুবার শেষ আটে উঠেছিল তারা। এবার শেষ ষোলোর গেরো কাটাতে গত বুধবারও দুজন পূজারি দিয়ে বিখ্যাত ‘গ্র্যান্ড ওয়ারলক’ ঝাড়ফুঁকটি করানো হয়েছে।
এ নিয়ে মেক্সিকোর জনপ্রিয় গণক অ্যান্তনিও ভ্যাসকুয়েজ জানিয়েছেন, ‘রাশিয়া বিশ্বকাপে মেক্সিকানদের লক্ষ্য এবার পাঁচ নম্বর দল হিসেবে বিশ্বকাপ শেষ করা। রাশিয়া যাওয়ার আগে তারা এর জন্য প্রার্থনাও করে গেছে।’
তবে শুধু যে কোয়ার্টার ফাইনালেও যাওয়ার স্বপ্ন দেখছে তা নয়, তাদের বিশ্বাস, এই ঝাড়ফুঁকের জোরেই আজ প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন জার্মানিকেও রুখে দিতে পারবে দলটি। ভ্যাসকুয়েজ বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ০-০ করে ম্যাচটি শেষ করব। অথবা ১-০তে ম্যাচটি জিতে নেব।’
দেখা যাক, মেক্সিকান ঝাড়ফুঁক কতটুকু কাজে দেয়!