করোনাতে চাকরি হারানোর সংখ্যা বাড়ছেই
শুধু স্বাস্থ্য নয়, জীবনের সব দিক থেকেই করোনা ভয়ংকর হয়ে উঠছে। বিশ্বের অধিকাংশ বিত্তশালী দেশের অর্থনীতিকে স্থবির কর দেওয়া এই ভাইরাসের প্রভাবে চাকরি হারাচ্ছেন বহু মানুষ। খেলার জগতে পড়েছে এর আঁচড়। অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন তার ৭০ ভাগ কর্মী ছাঁটাই করেছে। বার্সেলোনা খেলোয়াড়দের বেতন কমানোর ব্যাপারে রাজি কমাতে না পেরে আইনি পথে হাঁটছে। এবার বেতন কমানোর পাশাপাশি লোক ছাঁটাই করল অ্যাটলেটিকো মাদ্রিদ।
স্পেনের এ নিয়ে তিনটি ক্লাব ক্লাবকে টিকিয়ে রাখার স্বার্থে বেতন কমানোর কথা জানাল। কাতালান দুই প্রতিবেশী এসপানিওল ও বার্সেলোনাও একই পথে হেঁটেছে এর আগে। এ ব্যাপারে অ্যাটলেটিকোর প্রধান নির্বাহী গিল মার্টিন একটি খোলা চিঠি দিয়েছেন। ক্লাবের ওয়েব সাইটে প্রকাশিত সে চিঠিতে বলা হয়েছে, ‘প্রথমেই আশা করছি, আপনি ও আপনার পরিবার এই ভয়াবহ মহামারিতে আক্রান্ত হননি। আমাদের দেশের ইতিহাসে এত বড় বিপদ কখনো দেখা যায়নি। কিছুদিন আগেই লিভারপুলের বিপক্ষে পরমানন্দ পেয়েছি আমরা। জানি না কবে আবার খেলা শুরু হবে এবং কীভাবে হবে। আমরা সব দিকই ভেবে দেখছি।’
গিল মার্টিন বলেছেন, যেহেতু ভবিষ্যৎ নিয়ে এখন কিছুই আন্দাজ করা যাচ্ছে না, সবকিছুই এখন তাই বিবেচনা করতে হচ্ছে ক্লাবকে, ‘এমন পরিস্থিতিতে আমাদের কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হচ্ছে। সেটা ক্লাবের ভালোর জন্যই। এই চরম পরিস্থিতিতে যারা ক্লাবের জন্য কাজ করছেন তাদের ধন্যবাদ জানাই। কিন্তু দুঃখজনকভাবে ক্লাবকে টিকিয়ে রাখার স্বার্থেই আমরা ইআরটিই চালু করছি (সাময়িক বরখাস্ত ও বেতন কাটা), এটা তাদের জন্য যারা ক্লাবের বর্তমান পরিস্থিতির জন্য কাজ করতে পারবেন না।’
মার্টিন অবশ্য আশা দেখিয়েছেন করোনা পরিস্থিতি কেটে গেলেই আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, ‘আমরা চেষ্টা করছি এ ধাক্কা যতটুকু সম্ভব কমিয়ে আনতে যেন সবকিছু আবার আগের মতো হয়। আমি আবারও বলছি এটা খুবই কঠিন সিদ্ধান্ত কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদকে টিকিয়ে রাখার দায়িত্ব থেকেই এ সিদ্ধান্ত নিচ্ছি আমরা। আমি আশা করি আবারও আমরা কাজে ফিরতে পারব এবং আপনাদের ভালো খবর দিতে পারব। এ পরিস্থিতিতে আমরা অ্যাটলেটিকোর মতোই লড়ব...সাহস ও হৃদয় দিয়ে।’
স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৬৫ হাজারেরও বেশি। আর মৃতের সংখ্যা গতকালই ৫ হাজার ছাড়িয়েছে।