করোনা সংকটেও মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্বের বিতর্ক
পুরো দুনিয়া থমকে গেছে করোনাভাইরাস মহামারির ছোবলে। খেলা বন্ধ, বন্ধ অনুশীলন। খেলোয়াড়েরা আছেন ঘরবন্দী হয়ে। বিভিন্ন খেলার খেলোয়াড়েরা তবু নিজেদের ফিট রাখার চেষ্টায় বাড়িতে বসেই করে যাচ্ছেন জিম। কিন্তু খেলাপ্রেমী মানুষদের এই অলস সময়টা কাটবে কী করে! বিশ্বের নানা সংবাদমাধ্যম বা নানা সংস্থা চেষ্টা করে যাচ্ছে খেলাপ্রেমী ওই মানুষগুলোর জন্য কিছু করতে।
সেই প্রচেষ্টারই অংশ হিসেবে ফিফার চ্যানেল পুরোনো একটি বিতর্ক নতুন করে জাগিয়ে দিয়েছে। সময়ের সেরা ফুটবলার কে-লিওনেল মেসি, নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? ইনস্টাগ্রামে ব্রাজিলের সাবেক প্লেমেকার কাকার সঙ্গে বিষয়টি নিয়ে প্রশ্নোত্তরে যুক্ত হয়েছিল ফিফা চ্যানেল।
দুজনকেই খুব কাছ থেকে দেখেছেন কাকা। রোনালদো তো তাঁর সতীর্থই ছিলেন। একই বছর দুজন নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদে, সালটা ছিল ২০০৯। রোনালদো রিয়ালে নাম লিখিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আর এসি মিলান থেকে কাকা। কাকার মেসি-দর্শণ হয়েছে প্রতিপক্ষ হিসেবে। রিয়ালে খেলার সময় অনেকবারই মেসির বার্সেলোনার মুখোমুখি হতে হয়েছে তাঁকে।
মেসি ও রোনালদো, দুজনের মধ্যে একজনকে সেরা হিসেবে বেছে নেওয়া কাকার জন্য কঠিনই। তবে ভোট যখন একজনের বাক্সেই দিতে হবে, কাকা সাবেক সতীর্থের রেখে বেছে নিয়েছেন প্রতিপক্ষকেই, ‘আমি ক্রিস্টিয়ানোর সঙ্গে খেলেছি। সত্যি বলতে কী সে অসাধারণ এক ফুটবলার। তবে আমি সেরা বলব মেসিকেই। সে অসাধারণ এক প্রতিভাবান খেলোয়াড়।’
মেসিকে সেরা বললেও রোনালদোর প্রশংসা করতে কার্পণ্য করেননি কাকা, ‘ক্রিস্টিয়ানো আসলে যন্ত্রের মতো। এটা শুধু এই কারণেই বলছি না যে সে খুব শক্তিশালী আর গতিশীল। সে মানসিকভাবেও খুব দৃঢ়। সে সব সময় খেলতে আর জিততে চায়। আমার কাছে এটাই তার সবচেয়ে ভালো বিষয়। ফুটবলের ইতিহাসে সেরা পাঁচের মধ্যে মেসি আর ক্রিস্টিয়ানো থাকবে। আমরা খুব ভাগ্যবান যে এদের দুজনের খেলা দেখতে পেরেছি।’
ব্রাজিলের যে সব খেলোয়াড়দের দেখেছেন তাঁদের মধ্যে কাকে সেরা বলবেন কাকা? উত্তরটা যেন তৈরিই ছিল ব্রাজিলের সাবেক প্লেমেকারের, ‘আমার ক্যারিয়ারে অসাধারণ কিছু খেলোয়াড়ের সঙ্গে খেলেছি। কিন্তু আমার সেরা রোনালদো (নাজারিও)।’ বার্সেলোনার আরেক সাবেক তারকা ব্রাজিলিয়ান প্লেমেকার রোনালদিনহোর কথাও বলতে ভোলেননি কাকা, ‘এর পর আমি রোনালদিনহোর কথা বলব। মিলান বা রিয়াল মাদ্রিদে থাকতে তার বিপক্ষে আমি অনেকবার খেলেছি।’