করিম বেনজেমা ‘স্পাইডারম্যান, উলভারিন...যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...ঈশ্বর!’

দুর্দান্ত এক হ্যাটট্রিক করে চেলসির বিপক্ষে রিয়ালকে জিতিয়েছেন করিম বেনজেমাছবি: এএফপি

একটা সময় ছিল রিয়াল মাদ্রিদের বিপদে ত্রাতার ভূমিকায় আবির্ভূত হতেন ইকার ক্যাসিয়াস। এমন অনেক ম্যাচই রিয়ালের সমর্থকেরা দেখেছে, দলের ফরোয়ার্ড-মাঝমাঠ-রক্ষণ ব্যর্থ, রিয়ালকে বাঁচাতে স্প্যানিশ ম্যাটাডোর হয়ে দাঁড়িয়ে গেছেন সাবেক এই গোলকিপার। কখনো আবার রিয়ালের ত্রাতার ভূমিকায় ছিলেন রাউল গঞ্জালেস, কখনো জিনেদিন জিদান। রিয়ালে নক্ষত্রের যুগ শেষ হওয়ার পর সেই ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর এখন রোনালদো-যুগের পর রিয়ালের ত্রাতার নাম? করিম বেনজেমা।

আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রিয়াল যখন পিএসজির মাঠ থেকে ১-০ গোলে হেরে আসে, বার্নব্যুর আকাশে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। কিন্তু সব উদ্বেগ উড়িয়ে দিয়ে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অসাধারণ এক হ্যাটট্রিক করে রিয়ালকে কোয়ার্টার ফাইনালে তোলেন বেনজেমা। আর কাল রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আবার হ্যাটট্রিক করলেন ফরাসি তারকা।

আরও পড়ুন
রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার গোল উদ্‌যাপন
ছবি: রয়টার্স

বেনজেমার টানা দুই হ্যাটট্রিকে বার্নাব্যুর আকাশে উড়ছে আনন্দের রেণু। সতীর্থ, সাবেক খেলোয়াড় আর ভক্ত-সমর্থকেরা প্রশংসায় ভাসাচ্ছেন বেনজেমাকে। রিয়ালে ফরাসি স্ট্রাইকারের সতীর্থ ক্রোয়েশিয়ার প্লেমেকার লুকা মদরিচ টুইটারে বেনজেমার গোল উদ্‌যাপনের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘কী অসাধারণ এক খেলোয়াড়!’ কোচ কার্লো আনচেলত্তি ম্যাচ শেষে বলেছেন, ‘অন্যদের সঙ্গে বেনজেমার পার্থক্য কী? তার নেতৃত্বগুণ। সে এখন আগের চেয়ে আরও বেশি নেতা হয়ে উঠেছে। নিজেকে সে প্রতিদিনই আরও বেশি গুরুত্বপূর্ণ ভাববে। সে শুধুই উন্নতি করে যাচ্ছে, ভালো থেকে আরও ভালো হচ্ছে।’

আরও পড়ুন
রিয়াল মাদ্রিদের সাবেক গোলকিপার ইকার ক্যাসিয়াস
ফাইল ছবি

তবে বেনজেমাকে প্রশংসা করতে গিয়ে সবাইকে ছাড়িয়ে গিয়েছেন সাবেক সতীর্থ ক্যাসিয়াসে। যেন বিশেষণেই টান পড়ে গেছে তাঁর! টুইটারে বেনজেমাকে ‘ঈশ্বর’ বলেই সম্বোধন করেছেন ক্যাসিয়াস। ক্যাসিয়াস লিখেছেন, ‘কে ৯ স্পাইডারম্যান, কে ৯ উলভারিন...কে ৯ সেরা বন্ধু।’ এ তো গেল সুপারহিরোদের সঙ্গে তুলনার পর্ব। এতেও সব বলা হচ্ছে না মনে হওয়ায় ক্যাসিয়াস এরপর লিখেছেন, ‘কে ৯ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...কে ৯ ঈশ্বর!’

আরও পড়ুন