২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কত দিন পর গোল করল বাংলাদেশ?

অনেকদিন পর আবার গোলের উদ্‌যাপন বাংলাদেশ দলেরছবি: এএফসি

এত সুন্দর ফুটবল সর্বশেষ কবে খেলেছে বাংলাদেশ!

বাংলাদেশ ও তুর্কমেনিস্তানের ম্যাচটি দেখতে আজ যাঁরা টিভির পর্দায় চোখ রেখেছিলেন, তাঁদের মনে এ প্রশ্ন জেগে ওঠারই কথা। সাধারণত বাংলাদেশ দল মানেই দাঁতে দাঁত চেপে রক্ষণভাগ সামলানো। সে দলটাও যে বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে, কুয়ালালামপুরে বুকিত জলিল স্টেডিয়ামে আজ তা প্রমাণ করেছেন জামাল ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিমরা।

শুরুর ৭ মিনিটেই গোল খাওয়া, আবার ৫ মিনিট ব্যবধানেই মোহাম্মদ ইব্রাহিমের গোলে ম্যাচে ফেরা বাংলাদেশ দল আজ উপভোগ্য ফুটবলই খেলেছে। কিন্তু শেষ রক্ষা হয়নি, শেষ পর্যন্ত ২–১ গোলে ম্যাচটি হেরেছে বাংলাদেশ।

কাবরেরা জাতীয় দলের কোচ হওয়ার পর পঞ্চম ম্যাচে এসে আজ প্রথম গোল পেয়েছে বাংলাদেশ। এর আগে ৪ ম্যাচ খেলে ৪ গোল খেলেও কোনো গোল করতে পারেনি।

র‍্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ এগিয়ে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে ন্যূনতম ড্র করতে পারলেও সেটা ভালো ফলাফল হিসেবেই ধরে নেওয়া যেত। ম্যাচটি সে দিকেই এগিয়ে যাচ্ছিল। ৭৭ মিনিটে দ্বিতীয় গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

তুর্কমেনিস্তানের বিপক্ষে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেও সেগুলো গোলে পরিণত না করতে পারার মাশুলই আজ দিল হাভিয়ের কাবরেরার দল। শেষ দিকে জামালের ফ্রি-কিকে তুর্কমেনিস্তানের গোলমুখ থেকে যে গোলের সুযোগটি নষ্ট করেছেন ডিফেন্ডার টুটুল হোসেন,আন্তর্জাতিক পর্যায়ে এর প্রায়শ্চিত্তে হারই মেনে নিতে হয়!

কাবরেরা জাতীয় দলের কোচ হওয়ার পর পঞ্চম ম্যাচে এসে আজ প্রথম গোল পেয়েছে বাংলাদেশ। এর আগে ৪ ম্যাচ খেলে ৪ গোল খেলেও কোনো গোল করতে পারেনি।

কাবরেরার অধীনে আজই প্রথম গোল পেয়েছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

পর্তুগিজ কোচ মারিও লেমোসের অধীনে বাংলাদেশ শেষ গোলটি করেছিল গত বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চার জাতি ফুটবল টুর্নামেন্টে। ১৬ নভেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ২–১ গোলে হেরেছিল বাংলাদেশ। এর ৬ মাস ২৬ দিন বা ২০৭ দিন পর গোল পেল বাংলাদেশ।

গোলটি এসেছে উইঙ্গার ইব্রাহিমের হেড থেকে। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো–ইনে মোহাম্মদ রাকিব ফ্লিক করলে তুর্কমেনিস্তান গোলকিপার ঠেকিয়ে দেন। ফিরতি বলে গোললাইন থেকে হেডে বল জালে জড়ান ইব্রাহিম।

আজকের আগে ৩০ ম্যাচ খেলে দুটি গোল করেছিলেন ইব্রাহিম। একটি করে গোল শ্রীলঙ্কা ও সেশেলসের বিপক্ষে। তাঁর সর্বশেষ গোলটি ছিল গত বছর ১০ নভেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চার জাতি টুর্নামেন্টে সেশেলসের বিপক্ষে। সে ম্যাচে ১–১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। সে হিসেবে ২১৩ দিন বা ৭ মাস ১ দিন পর গোল করলেন ইব্রাহিম।