এরিকসেন বিপদমুক্ত, ম্যাচ ১২টা ৩০ মিনিটে
ডেনমার্কের প্লেমেকার ক্রিস্টিয়ান এরিকসেন এখন বিপদমুক্ত। খবর জানিয়েছেন বিশ্বস্ত ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। এরিকসেনের বাবাই সে খবর জানিয়েছেন বলে টুইটারে লিখেছেন রোমানো।
জার্মান সম্প্রচারক সংস্থা স্পোর্টস্টুডিও জানাচ্ছে, হাসপাতাল থেকে এরিকসেন ফেইসটাইমে (সরাসরি ভিডিওবার্তায় কথা বলার অ্যাপ) সতীর্থদের সঙ্গে কথা বলেছেন, তাঁদের ম্যাচ চালিয়ে যেতে অনুরোধ করেছেন। পাশাপাশি এরিকসেন ‘এখন আগের চেয়ে ভালো আছি’ বলেছেন বলেও প্রতিবেদনে জানিয়েছে স্পোর্টস্টুডিও।
এদিকে উয়েফা টুইট করে জানিয়েছে, এরিকসেন মাঠে হঠাৎ পড়ে যাওয়ার পর স্থগিত ম্যাচ আজ বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটে আবার শুরু হবে।
বাংলাদেশ সময় রাত ১টায় ইউরোতে আজকের দিনের তৃতীয় যে ম্যাচটি হওয়ার কথা ছিল, বেলজিয়াম ও রাশিয়ার মধ্যে সে ম্যাচটি যথা সময়ে শুরু হবে বলে জানিয়েছে উয়েফা।
‘দুই দলের খেলোয়াড়দের অনুরোধের পর ডেনমার্ক ও ফিনল্যান্ডের ম্যাচটি সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম ২০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটে) আবার শুরু করার ব্যাপারে সম্মত হয়েছে উয়েফা’ – বিবৃতিতে লিখেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
কোপেনহেগেনে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় ডেনমার্ক ও ফিনল্যান্ডের মধ্যে শুরু হওয়া ম্যাচের ৪০ মিনিটে মাঠে হঠাৎ মুখ থুবড়ে পড়ে যান এরিকসেন। মাঠে প্রায় ১৫ মিনিট চিকিৎসার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উয়েফা তখন ম্যাচ স্থগিত ঘোষণা করে।
এখন ম্যাচটি কীভাবে হবে, তা জানিয়েছে উয়েফা, ‘প্রথমার্ধের শেষ চার মিনিট খেলা হবে, এরপর বিরতি থাকবে পাঁচ মিনিট। এরপর দ্বিতীয়ার্ধের খেলা হবে।’
আজ রাতের শেষ ম্যাচ নিয়ে উয়েফার ঘোষণা, ‘উয়েফা ইউরো ২০২০-এ বেলজিয়াম ও রাশিয়ার ম্যাচটি সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম ২১টায় (বাংলাদেশ সময় রাত ১টায়) যেভাবে হওয়ার কথা ছিল, সেভাবেই চলবে।’
বিবৃতিতে এরিকসেনের জন্যও শুভকামনা জানিয়েছে উয়েফা, ‘ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসেনকে ঘিরে চিকিৎসাসংক্রান্ত জরুরি অবস্থার কারণে (ডেনমার্ক-ফিনল্যান্ড) ম্যাচটি স্থগিত করা হয়েছিল। সংশ্লিষ্ট খেলোয়াড় (এরিকসেন) এখন হাসপাতালে আছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। উয়েফা ক্রিস্টিয়ান এরিকসেনের দ্রুত সুস্থতা কামনা করে। পাশাপাশি দুই দলের খেলোয়াড়দের তাঁদের উদাহরণ গড়া আচরণের জন্য ধন্যবাদ জানায়।’