এমবাপ্পে বিশ্বসেরা ক্লাবেই আছে: রোনালদিনিও

পিএসজির অনুশীলনে মেসি, নেইমার ও এমবাপ্পেফাইল ছবি: এএফপি

কয়েক মৌসুম ধরেই গুঞ্জন চলছে, রিয়াল মাদ্রিদে যাবেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকাকে কিনতে রিয়ালও কতটা উঠেপড়ে লেগেছে, সেটিও এখন সর্বজনবিদিত। গত আগস্টে তো এমবাপ্পেকে পেতে ২০ কোটি ইউরোর প্রস্তাবও দিয়েছিল স্প্যানিশ ক্লাবটি। পিএসজি শক্ত হয়ে থাকায় সে যাত্রায় রিয়াল পারেনি।

বিভিন্ন গণমাধ্যমের দাবি, এমবাপ্পেকে ধরে রাখতে তাঁকে লিওনেল মেসি-নেইমারের চেয়ে বেশি বেতনের প্রস্তাব দিয়ে রেখেছে পিএসজি। তবুও এমবাপ্পের পিএসজির ছাড়ার গুঞ্জন থামছে না।

তবে এমবাপ্পে বর্তমানে বিশ্বসেরা ক্লাবেই আছে বলে মনে করেন রোনালদিনিও।

অবসরে যাওয়ার আগপর্যন্ত এমবাপ্পে পিএসজিতেই খেলবেন বলে মনে করেন কিংবদন্তি ব্রাজিলিয়ান প্লেমেকার। রোনালদিনিও নিজেও তাঁর সেরা সময়ে খেলেছিলেন প্যারিসের ক্লাবটিতে। বার্সেলোনার জার্সিতে ইউরোপ মাতানোর আগে পিএসজিতে খেলেছেন ‘রোনি।’

পিএসজির ক্লাব ওয়েবসাইটে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন রোনালদিনিও। সেখানে এমবাপ্পের প্রসঙ্গে তিনি বলেন, ‘পৃথিবীর সব খেলোয়াড়ই বিশ্বের সেরা ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে খেলতে চায়। বিশ্বের সেরা খেলোয়াড়েরা এই ক্লাবে আছে। সে কারণেই আমার মনে হয়, ও (এমবাপ্পে) এখানে দীর্ঘদিন খেলবে।’

লিওনেল মেসি ও রোনালদিনিও, যখন বার্সায় একসঙ্গে খেলতেন। ২০০৩ সালে বার্সায় যাওয়ার আগে পিএসজিতে খেলেছেন রোনালদিনিও
ফাইল ছবি: এএফপি

পিএসজির হয়ে ফরাসি ক্লাব ফুটবলের সব শিরোপাই জিতেছেন এমবাপ্পে। তবে জেতা হয়নি চ্যাম্পিয়নস লিগের শিরোপা। সেটি জেতা সম্ভবও বলে মনে করেন রোনালদিনিও।

‘এখন বিশ্বসেরার মানদণ্ড প্যারিস সেন্ট জার্মেই-ই। এখানে খেলতে পারাটা ওর (এমবাপ্পে) ক্যারিয়ারের জন্য দুর্দান্ত হবে। তরুণ হলেও এরই মধ্যে ও অনেক কিছু অর্জন করেছেন। চ্যাম্পিয়নস লিগটাই শুধু পায়নি। প্যারিস সেইন্ট জার্মেইয়ে থেকেই সেটি জিততে পারলে দারুণ হবে’ - বলেছেন রোনি।

এমবাপ্পেকে চায় রিয়াল মাদ্রিদ
ছবি: এএফপি

চলতি চ্যাম্পিয়নস লিগে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে পা রেখেছে পিএসজি। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্পেনের রিয়াল মাদ্রিদ। অনেকের মতে শুধু মাদ্রিদ-বাধা নয়, চ্যাম্পিয়নস লিগও এবার জিততে পারে পিএসজি।

রোনালদিনিও বলেন, ‘সবার মতে তাদের চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ আছে। কারণ, দলে ভালো খেলোয়াড়েরা আছে।’