এভারটন সমর্থকের ফোন ভাঙার ভিডিও ভাইরালের পর ক্ষমা প্রার্থনা রোনালদোর
হেরে যাওয়ার পর কারই-বা মন ভালো থাকে! তার ওপর কাল এভারটনের কাছে ১-০ গোলে হেরে ম্যানচেস্টার ইউনাইটেডের আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলার আশায় বড় ধাক্কা লেগেছে। এমন এক হারের পর মনটা হয়তো একটু বেশিই খারাপ হয়ে গিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। মাঠ ছাড়ার সময় আবেগটা আর ধরে রাখতে পারেননি পর্তুগিজ তারকা। টানেলে ঢোকার পথে গ্যালারি থেকে তাঁর দিকে হাত বাড়ানো এক এভারটন–সমর্থকের মুঠোফোন টেনে নিয়ে আছাড় দিয়েছেন মাটিতে!
রোনালদোর মতো কেউ এমন কাণ্ড করবেন, বিষয়টি নিয়ে কেউ তো আর চুপচাপ থাকবেন না। রোনালদোর ওই কাণ্ডের ভিডিও কেউ একজন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সঙ্গে সঙ্গেই পোস্ট করেছেন। আর যায় কোথায়, মুহূর্তেই তা ছড়িয়ে গেছে চারদিকে। শুরু হয়ে গেছে সমালোচনা। রোনালদো বুঝতে পেরেছেন, বড় ভুল করে ফেলেছেন এমন একটি কাণ্ড ঘটিয়ে। তাই তো ক্ষমা চেয়েছেন ইউনাইটেডের পর্তুগিজ উইঙ্গার।
ঘটনা নিয়ে এতটাই শোরগোল পড়েছে যে ক্লাব কর্তৃপক্ষ এই ভিডিও নিয়ে তদন্ত করবে বলে জানিয়েছে। তবে অত দূর ব্যাপারটা গড়াতে দিতে চাননি রোনালদো। এভারটনের ওই সমর্থক, নিজের ভক্ত-সমর্থক আর ফুটবলপ্রেমীদের কাছে ক্ষমা চাইতে রোনালদো বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম। ইনস্টাগ্রামে নিজের ভুল স্বীকার করেছেন এভাবে, ‘আমরা (ম্যান ইউনাইটেড) যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এ রকম কঠিন সময়ে আবেগ নিয়ন্ত্রণ করা সহজ ব্যাপার নয়। এরপরও অন্যদের শ্রদ্ধা দেখাতে হবে আমাদের। শান্ত থাকতে হবে এবং ফুটবলপ্রেমী তরুণদের জন্য উদাহরণ তৈরি করতে হবে।’
ইনস্টাগ্রাম পোস্টে রোনালদো এরপর লেখেন, ‘এভাবে রেগে যাওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। ফেয়ার-প্লে আর খেলোয়াড়সুলভ মানসিকতার অংশ হিসেবে ওই সমর্থককে আমি ওল্ড ট্রাফোর্ডে একটি ম্যাচ দেখার জন্য নিমন্ত্রণও জানাতে পারি।’
চ্যাম্পিয়নস লিগসহ সব ধরনের কাপ প্রতিযোগিতা থেকে ছিটকে পড়া ইউনাইটেড সর্বশেষ সাত ম্যাচের মাত্র একটিতেই জিততে পেরেছে। কাল এভারটনের কাছে হারের পর শঙ্কা জেগেছে তাদের শীর্ষ চারে থেকে লিগ শেষ করার সম্ভাবনা নিয়ে। ৩১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহাম। তৃতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ৩০ ম্যাচে ৬২। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল। আর ষষ্ঠ স্থানে থাকা ওয়েস্ট হামের পয়েন্ট ৩১ ম্যাচে ৫১।