এবার ‘পিএসজি’ হয়ে বাংলাভিশনকে হারাল প্রথম আলো

প্রাণ–ডিআরইউ ফুটবলে টানা দ্বিতীয় ম্যাচে জিতল প্রথম আলোছবি: প্রথম আলো

প্রথম আলোর ‘নেইমার’ হিসেবে আগেই নিজেকে প্রমাণ করেছিলেন রিয়াদুল করিম। নিজের দাবির পক্ষে আরও ‘শক্ত’ প্রমাণ রাখলেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট প্রাণ-ডিআরইউ ফুটবলে তিনি আজও প্রথম আলোর জয়ের নায়ক। তাঁর গোলেই আজ শক্তিশালী বাংলাভিশনকে ১-০ গোলে হারিয়েছে প্রথম আলো।

প্রথম আলোর ‘নেইমার’ আজ মাঠে তাঁর বন্ধু ‘মেসি’কে খুঁজে পেয়েছিলেন। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ‘অন্ধভক্ত’ জ্যেষ্ঠ প্রতিবেদক সেলিম জাহিদ আজ ‘নেইমার’ রিয়াদুল করিমের জয়সূচক গোলের উৎস। ম্যাচের পর তাই রিয়াদের কণ্ঠে দারুণ উচ্ছ্বাস, ‘আমরা আজ প্রমাণ করেছি বাংলাদেশের গণমাধ্যম জগতের ফুটবলে প্রথম আলো সত্যিকার অর্থেই “পিএসজি”। “মেসি” সেলিম জাহিদ ভাইয়ের পাসেই জয়সূচক গোলটি করতে পেরে আমি দারুণ আনন্দিত।’

প্রথম আলোর ‘মেসি’ আর ‘নেইমার’। বাঁ দিকে ‘মেসি’ সেলিম জাহিদ আর ডান দিকে ‘নেইমার’ রিয়াদুল করিম
ছবি: প্রথম আলো

রিয়াদের গোলের উৎস হয়েও প্রথম আলোর ‘মেসি’ সেলিম জাহিদ আশ্চর্য নীরব। এই প্রতিবেদক প্রতিক্রিয়া জানতে তাঁর সঙ্গে যোগাযোগের আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তিনি নাকি এরই মধ্যে অনুশীলনে নেমে পড়েছেন পরের ম্যাচের জন্য। দলকে চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য।

প্রথম ম্যাচে অনিবার্য কারণে মাঠে যেতে পারেননি দলের কোচ, প্রথম আলোর বাণিজ্য বিভাগের সম্পাদক সুজয় মহাজন। তিনি অবশ্য সেদিন দাবি করেছিলেন সশরীরে দলের সঙ্গে থাকতে না পারলেও ‘ভার্চ্যুয়ালি’ তিনি দলকে দিক-নির্দেশনা দিয়েছেন। আজ অবশ্য মাঠেই ছিলেন সুজয়। তিনি এ জয়ে খুশি। কেবলই ‘খুশি’? উচ্ছ্বসিত নন? এ প্রতিবেদকের এমন প্রশ্নে তাঁর মন্তব্য, ‘কোচ হিসেবে দলকে আরও বড় সাফল্য এনে দিতে চাই আমি। পরপর দুটি জয়ে আমি আনন্দিত, তবে উচ্ছ্বসিত নই। আমাদের আরও কাজ বাকি। দলের সবাইকে মাটিতে পা রাখতে বলব আমি। রিয়াদুল করিম, সেলিম জাহিদ, আসাদুজ্জামান, আরিফুর রহমান, শফিক কলিম, সানাউল্লাহ সাকিব, মোস্তফা মানিক, নুরুল আমিন—সবাই দারুণ খেলেছে। তবে ওদের কাছ থেকে আমি আরও ভালো খেলা দেখতে চাই।’

ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন রিয়াদুল করিম
ছবি: প্রথম আলো

ম্যানেজার, প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহীদ এজাজও কোচ সুজয় মহাজনের সঙ্গে একমত, ‘এখনো আনন্দে উদ্বেলিত হওয়ার সময় আসেনি। আমাদের লক্ষ্য আরও বড় সাফল্য।’

দলের অধিনায়ক আরিফুর রহমান গোলবারে আজও ছিলেন দারুণ। তিনি বাংলাভিশন দলের বেশ কয়েকটি প্রচেষ্টা ‘চীনের প্রাচীর’ হয়ে ফিরিয়ে দেন। তিনি ম্যাচ শেষে জানিয়েছেন, ‘দলকে শিরোপা জিতিয়েই ফিরতে চাই।’

তিনি আরও বড় সাফল্যের জন্য প্রথম আলো পরিবারের সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রথম আলোকে এ মুহূর্তে হাতছানি দিচ্ছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। কাল গ্রুপের শেষ ম্যাচে আরটিভিকে হারাতে পারলেই শেষ আট নিশ্চিত হবে দলের।

প্রথম আলো কি পারবে?