এতটা ভালো জাভিও আশা করেননি

বার্নাব্যুতে দাপট দেখিয়ে জয়, বার্সেলোনার এ অনুভূতি হলো অনেকদিন পরছবিঃ রয়টার্স

সর্বশেষ পাঁচ ক্লাসিকোতে বার্সেলোনা জয়ের দেখাই পায়নি, সবগুলোতে হেরেছে। সর্বশেষ জয় ২০১৯ সালের মার্চে, তবে সেটিও এসেছে ন্যূনতম ব্যবধানে। একের বেশি গোল রিয়াল মাদ্রিদের জালে দিয়ে বার্সেলোনা সর্বশেষ জিতেছিল ২০১৯ সালেরই ফেব্রুয়ারিতে, স্প্যানিশ কাপে।

এর মধ্যে কত বদল ঘটে গেছে! মাঠে, মাঠের বাইরে বার্সা পথ হারিয়েছে। আগের বোর্ডের স্বেচ্ছাচারিতায় ক্লাব ভুগেছে আর্থিকভাবে। এখনো ভুগছে। যে কারণে লিওনেল মেসির সঙ্গেও নতুন চুক্তি করা হয়নি। অন্যদিকে রিয়াল মাদ্রিদ দারুণ বুদ্ধিদীপ্ত প্রশাসনের ফল পাচ্ছে মাঠে, আর্থিক বিবরণীতে।

বিপরীত প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই দলের লড়াইয়ে আজ ফলটা কী চমকে দেওয়ার মতোই না হলো। রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে বার্সেলোনা জিতে গেল ৪-০ গোলে। দুই দলের পারফরম্যান্স বিবেচনায় ব্যবধানটা আরও বড় হলেও হয়তো সেটিকে বার্সার অপ্রাপ্য বলা যেত না। তবে যা হয়েছে, তাতে বার্সা কোচ জাভিও বিস্মিত।

জাভির অধীনে দারুণ উন্নতি করছে বার্সা
ছবিঃ টুইটার

‘এমন ফল পেতে কত কঠোর পরিশ্রম করেছি আমরা। তবে ওদের স্টেডিয়ামে এসে এভাবে দাপট দেখাব এটা আমরাও আশা করিনি। আমরা ভেবেছিলাম দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি খুব খুশি’ – ম্যাচ শেষে জাভির সহজ স্বীকারোক্তি।

নভেম্বরে রোনাল্ড কোমানকে বরখাস্ত করে জাভিকে কোচ করে আনার পর থেকেই তো বার্সেলোনা উন্নতি করছে, এল ক্লাসিকোর আগের ১১ ম্যাচে অপরাজিত থাকাও সেদিকে ইঙ্গিত করে। তবু এল ক্লাসিকো জাভির বার্সার উন্নতির আসল পরীক্ষা হয়েই এসেছিল। তাতে লেটার মার্কস পেয়েই পাশ করেছেন জাভি।

এমনই যে, ২০০৯ সালে বার্নাব্যুতে পেপ গার্দিওলার অধীন মেসি-জাভি-ইনিয়েস্তাদের বার্সার ৬-২ গোলের জয়ের সঙ্গে এই জয়ের তুলনা হচ্ছে। তাতে জাভিরও খুব একটা আপত্তি নেই, ‘তুলনাটা করাই যায়। গোল আর খেলায় নিয়ন্ত্রণের হিসাবে বলতে পারি আমরা অনেক অনেক এগিয়ে ছিলাম। এ কান-ও কান হাসি নিয়ে ফিরছি।‘

ক্লাসিকোতে বার্সার জয়ে সবচেয়ে বড় অবদান সম্ভবত এ দুজনেরই
ছবিঃ টুইটার

তবে এই এক জয়েই একেবারে গলে যাচ্ছেন না বার্সা কোচ। এই জয়ে বার্সা লিগের পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে ঠিকই, তাতে সেরা চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার লক্ষ্যের আরেকটু কাছে যাওয়া গেছে, তবে শীর্ষে থাকা রিয়ালের চেয়ে তো এখনো ১২ পয়েন্ট পেছনে বার্সা! রিয়াল অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে। ২৯ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৬, বার্সার ২৮ ম্যাচে ৫৪। ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা সেভিয়ার সঙ্গেই আগামী ৪ এপ্রিল খেলবে বার্সা।

জাভির চোখ সেদিকেই, ‘আমরা কাজ করে যেতে চাই। এই জয়ে কোনো শিরোপা তো আসছে না! আমাদের বিনয়ী থাকতে হবে। আমরা আজ উদ্‌যাপন করছি, কিন্তু এরপর বিশ্রাম নিতে হবে, সেভিয়ার ব্যাপারে ভাবতে হবে।‘

এই মৌসুমে লিগ জেতার আশা তো মৌসুমের শুরুতেই ছেড়ে দিয়েছেন বার্সা সমর্থকেরা, আজকের জয়ের পরও সেদিকে কোনো হেরফের হয়নি। জাভিও আরেকবার বুঝিয়ে দিলেন, আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়াই তাদের মূল লক্ষ্য, ‘আমার মনে হয় না এই জয়ে লা লিগা জয়ের পথে আমরা আরেকটু এগিয়ে যেতে পারব। প্রথমত আমাদের মনোযোগ চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া, এরপর দেখা যাবে কী হয়। এই জয়ের আমাদের প্রকল্পটা আরেকটু জোর পাবে, কিন্তু এখনো কোনো লক্ষ্য তো অর্জিত হয়নি।‘