উত্তর মেসিডোনিয়া: ‘আন্ডারডগ’দের অঘটনের আশা

চমক দেখাতে পারবে উত্তর মেসিডোনিয়া?ছবি : টুইটার
কে জিতবে ইউরো? প্রশ্নটা আসলেই প্রায় ১০০ কোটি টাকার। ইউরোর চ্যাম্পিয়ন দল ১ কোটি ইউরো পাবে, বাংলাদেশি মুদ্রায় সেটা তো প্রায় ১০০ কোটি টাকাই। সেই প্রশ্নের উত্তর খোঁজা শুরু হবে ১১ জুন, শেষ ১১ জুলাই। ইউরোতে অংশ নিতে যাওয়া ২৪টি দলের খুঁটিনাটি জেনে নিলে এ প্রশ্নের উত্তর খোঁজা সহজ হতে পারে আপনার জন্য।

নেশনস লিগের নিয়মটা না থাকলে শুধু ইউরোর বাছাইপর্বের ওপর ভিত্তি করে দল নির্বাচন করা হলে হয়তো উত্তর মেসিডোনিয়াকে এবারের ইউরোয় দেখাই যেত না। কিন্তু এটাই ফুটবলের সৌন্দর্য, নেশনস লিগের দুর্বলতম গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বাছাইপর্বে নিজেদের গ্রুপে তৃতীয় হওয়া সত্ত্বেও ইউরোয় নাম লিখিয়েছে ছোট্ট দেশটি। আলাদা দেশ হিসেবে প্রথমবারের মতো ইউরো খেলতে আসা উত্তর মেসিডোনিয়ার চোখে এখন অঘটনের স্বপ্ন। কাগজে-কলমে এবারের ইউরোয় দুর্বলতম দল হওয়া সত্ত্বেও উত্তর মেসিডোনিয়াকে খাটো করে দেখার সুযোগ নেই।

দল: উত্তর মেসিডোনিয়া

ফিফা র‍্যাঙ্কিং: ৬২

দলে আছেন যাঁরা

গোলকিপার

স্টোল দিমিত্রিয়েভস্কি (রায়ো ভায়েকানো), রিস্তো ইয়ানকভ (রাবোতনিকি), দামইয়ান সিস্তোভস্কি (দোজা কাতোকোপিয়া)

সেন্টারব্যাক

ভিসার মুসলিউ (ফেহেরভার), এগজন বেইতুলাই (শকেন্দিয়া), দারকো ভেলকোভস্কি (রিয়েকা), গিয়োকো জায়কভ (শারলেরোই), কিরে রিসতেভস্কি (লিমাসল)

আরও পড়ুন

রাইটব্যাক/রাইট উইংব্যাক

স্তেফান রিসতোভস্কি (দিনামো জাগরেব)

লেফটব্যাক/লেফট উইংব্যাক

এগিয়ান আলিওস্কি (লিডস ইউনাইটেড)

সেন্ট্রাল মিডফিল্ডার/ডিফেন্সিভ মিডফিল্ডার

আরিয়ান আদেমি (দিনামো জাগরেব), বোবান নিকোলভ (লেচ্চে), স্তেফান স্পিরোভস্কি (লারনাকা)

অ্যাটাকিং মিডফিল্ডার

এলিফ এলমাস (নাপোলি), ফেরহান হাসানি (পার্টিজানি), তিহোমির কস্তাদিনভ (রুজোমবেরোক), দানিয়েল আভরামোভস্কি (কায়সেরিস্পোর)

উইঙ্গার/ওয়াইড মিডফিল্ডার

এনিস বারদি (লেভান্তে), আলেক্সান্দার ত্রায়কোভস্কি (মায়োর্কা), দারকো চারলিনভ (ভিএফবি স্টুটগার্ট), মারিয়ান রাদেস্কি (আকাদেমিয়া পানদেভ)

স্ট্রাইকার

গোরান পানদেভ (জেনোয়া), ইভান ত্রিকোভস্কি (লারনাকা), ক্রস্তে ভেলকোভস্কি (সারায়েভো), মিলান রিসতোভস্কি (রিয়েকা), ভ্লাতকো স্তোয়ানোভস্কি (নিম অলিম্পিক)

কোচ ইগর অ্যাঞ্জেলোভস্কি
ছবি : টূইটার

কোচ

ইগর অ্যাঞ্জেলোভস্কি

অধিনায়ক

গোরান পানদেভ

আরও পড়ুন


ইউরোয় সেরা সাফল্য

আলাদা দেশ হিসেবে এবারই প্রথম

গ্রুপে প্রতিপক্ষ

অস্ট্রিয়া (১৩ জুন)

ইউক্রেন (১৭ জুন)

নেদারল্যান্ডস (২১ জুন)

অধিনায়ক গোরান পানদেভ
ছবি : ফিফা

শক্তি

সবচেয়ে বড় শক্তির জায়গা একতা। দেশকে ভালো কিছু এনে দেওয়ার জন্য দল হিসেবে উত্তর মেসিডোনিয়া একদম এককাট্টা। দলের অধিনায়ক গোরান পানদেভ দুই দশক ধরে ইতালিয়ান সিরি ‘আ’তে খেলছেন, জোসে মরিনিওর সেই বিখ্যাত ‘ট্রেবল’জয়ী ইন্টার মিলান দলের অন্যতম অংশ ছিলেন। ইন্টার ছাড়াও নাপোলি, লাৎসিও হয়ে এখন জেনোয়ায় নাম লেখানো এই স্ট্রাইকার দলের সবচেয়ে বড় শক্তি। এর সঙ্গে আলিওস্কি, এলমাস, বারদির মতো কিছু খেলোয়াড়ও চমক দেখাতে পারে সবাইকে।

আরও পড়ুন

দুর্বলতা

কোচ ইগর অ্যাঞ্জেলোভস্কি দলের রসায়ন ঠিকঠাক গড়ে দিতে পারলেও উত্তর মেসিডোনিয়ার বাইরে কোথাও কোচিং করানোর অভিজ্ঞতা নেই তাঁর। এই অনভিজ্ঞতা মেসিডোনিয়ার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। এমনিতেই দলে তারকা খেলোয়াড়ের সংখ্যা খুব কম, তার ওপর উদিনেসের ফরোয়ার্ড ইলিয়া নেস্ত্রোভস্কি চোটের কারণে খেলতে পারছেন না। মূল একাদশে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় থাকলেও তাদের কেউ একজন চোটে পড়লে বেঞ্চ থেকে কেউ নিজেকে প্রমাণ করতে পারেন কি না, সেটা নিয়েও সন্দেহ আছে।

উত্তর মেসিডোনিয়ার সম্ভাব্য একাদশ
ছবি : সংগৃহীত

সম্ভাব্য একাদশ ও খেলার কৌশল (৩-৫-২ /৪-২-৩-১)

মূল একাদশ মোটামুটি একই থাকে। এই একাদশের ওপর ভিত্তি করেই কখনো ৪-২-৩-১ বা কখনো ৩-৫-২ ছকে খেলতে পছন্দ করে উত্তর মেসিডোনিয়া। ৪-২-৩-১ ছকে গোলকিপার স্টোল দিমিত্রিয়েভস্কির সামনে দুই ফুলব্যাক হিসেবে খেলেন দিনামো জাগরেবের রিসতোভস্কি (রাইটব্যাক) ও লিডস ইউনাইটেডের এগিয়ান আলিওস্কি। সেন্টারব্যাক হিসেবে ভেলকোভস্কি ও মুসলিউর খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে আদেমি ও নিকোলভ কতটুকু দৌড়ে দুই ফুলব্যাককে ওপরে ওঠার লাইসেন্স দেন, তার ওপর উত্তর মেসিডোনিয়ার কৌশল অনেকটাই নির্ভরশীল।

আরও পড়ুন

অধিনায়ক গোরান পানদেভ আগে স্ট্রাইকার হিসেবে খেললেও এখন আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলতেই বেশি আগ্রহী। তাঁর দুপাশে লেভান্তের ইতিহাসে সর্বোচ্চ বিদেশি গোলদাতা ও সেটপিস বিশেষজ্ঞ এনিস বারদি ও নাপোলির প্রতিভাবান উইঙ্গার এলিফ এলমাস খেলবেন। উদিনেসের স্ট্রাইকার নেস্ত্রোভস্কি না থাকায় একমাত্র স্ট্রাইকার হিসেবে লড়াই হবে ত্রিকোভস্কি ও ত্রায়কোভস্কির মধ্যে। দুজনই গোল করতে অত পারদর্শী না হলেও নিচে নেমে রক্ষণে সাহায্য করা, দলগত খেলায় ভূমিকা রাখা—এসব কাজ বেশ ভালোই পারেন।

‘আমরা ছোট দেশ, বড় বড় দলের বিপক্ষে খেলতে যাব। তাই বলে আমরা যে তাদের শক্তিমত্তা দেখে মুগ্ধ হয়ে চুপ থাকব, সেটা নয়। আমরা বিশ্বাস করি আমরা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারি’
এলিগ এলমাস, উত্তর মেসিডোনিয়া উইঙ্গার

প্রত্যাশা ও বাস্তবতা

যেকোনো মূল্যে দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা করবে উত্তর মেসিডোনিয়া। কিন্তু বাস্তবতা বলছে, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া এমনকি ইউক্রেনকে হারাতে যথেষ্ট কষ্ট হবে তাদের। এই তিন প্রতিপক্ষের মধ্যে শুধু ইউক্রেনকেই একবার হারানোর অভিজ্ঞতা আছে তাদের। গ্রুপ পর্বের তিন ম্যাচ হেরে বিদায় নেওয়ার সম্ভাবনাই বেশি।