ইস্তাম্বুল নয়, চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ইংল্যান্ডের কোনো শহরে?

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আদৌ ইস্তাম্বুলে হবে কি না, তা নিয়েই সংশয়টুইটার


ফাইনাল তুরস্কের ইস্তাম্বুলে হবে, এটা ঠিক করা অনেক আগেই। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আদৌ ইস্তাম্বুলে হবে কি না, তা নিয়েই সংশয়। উয়েফা ফাইনালটা সরিয়ে ইংল্যান্ডের কোনো শহরে আনা যায় কি না, সেটা বিবেচনা করছে।
ইউরোপের ক্লাব ফুটবলে সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগে এবার ফাইনাল খেলবে ইংল্যান্ডের দুই ক্লাব ম্যানচেস্টার সিটি ও চেলসি। এবারের ফাইনাল আসলে হওয়ার কথা ছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। কিন্তু করোনা পরিস্থিতিতে গত বছর ও এই বছরের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল বদলে ফেলতে বাধ্য হয় উয়েফা। গত বছরেরটা হয়েছে পর্তুগালের লিসবনে। এবার হওয়ার কথা ইস্তাম্বুলের কামাল আতাতুর্ক স্টেডিয়ামে, আগামী ২৯ মে।

যেহেতু ফাইনালের দুই ক্লাবই ইংল্যান্ডের, তাদের ইংল্যান্ডে খেলতে আপত্তি থাকার কথা না।
উয়েফা


কিন্তু ঝামেলা বেঁধেছে ইংল্যান্ড সরকারের নতুন এক নিয়মে। ইংল্যান্ড থেকে ভ্রমণে কড়াকড়ি থাকা কিছু দেশের তালিকায় সম্প্রতি তুরস্কের নাম যোগ করেছে দেশটির সরকার। ফলে কেউ তুরস্কে গেলে সেখান থেকে ইংল্যান্ডে ফেরার পর ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।


তার মানে চেলসি ও ম্যানচেস্টার সিটির সব খেলোয়াড় ও কর্মকর্তা, যারা ইস্তাম্বুল যাবেন, সবাইকেই ইংল্যান্ড ফেরার পর এই নিয়ম মানতে হবে। এটা দুই ক্লাবের জন্যই একটা বিশাল ঝামেলা হয়ে যায়।  ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ দাবি করেছে, সে কারণেই ক্লাব দুটিকে এই ঝামেলা থেকে মুক্তি দিতে উয়েফা ফাইনাল ম্যাচটা ইস্তাম্বুল থেকে সরিয়ে ইংল্যান্ডের কোনো শহরে নিয়ে আসার কথা চিন্তা ভাবনা করছে।
যেহেতু ফাইনালের দুই ক্লাবই ইংল্যান্ডের, তাদের এ নিয়ে আপত্তি থাকার কথা না। উল্টো খুশিই হওয়ার কথা। চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, এখন সেটাই জানার অপেক্ষা