ইকার্দিকে মাফ করে দিচ্ছেন ওয়ান্দা?
প্রতিদিনই নতুন কিছু শোনা যাচ্ছে মাউরো ইকার্দির পরকীয়া-কাণ্ড নিয়ে। আর্জেন্টাইন মডেল চায়না সুয়ারেজের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে স্ত্রী ওয়ান্দা ইকার্দির বিরাগভাজন হওয়া এই আর্জেন্টাইন স্ট্রাইকারের খেলাধুলা শিকেয় উঠেছে, স্ত্রীর মান ভাঙানোতেই তাঁর যত ধ্যানজ্ঞান। আপাতত স্ত্রীর সঙ্গে ইকার্দির কথাবার্তা শুরু হয়েছে বলে জানিয়েছে স্পেন ও ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যম।
ঝামেলা আপাতত মিটিয়ে দুই দিন পর পিএসজির অনুশীলনে আবারও ফিরেছেন ইকার্দি, এমনটাই জানা গেছে। টিভি অনুষ্ঠান লস অ্যাঞ্জলেস দে লা মানানা জানিয়েছে, ওয়ান্দা নিজেই ইকার্দিকে পিএসজির অনুশীলনে নিয়ে এসেছেন।
তবে অনুশীলনে ফিরলেও, অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এই স্ট্রাইকারকে আদৌ দেখা যাবে কি না, তা নিশ্চিত নয়। প্রসঙ্গত, এই লস অ্যাঞ্জলেস দে লা মানানা-ই জানিয়েছিল, ইকার্দি ওয়ান্দা নারার কাছে কীভাবে পরকীয়া-কাণ্ডে ধরা পড়েছিলেন।
ওয়ান্দার বন্ধু ইয়ানিনা লাতোরে এই অনুষ্ঠানে বেশ কিছু কথা জানিয়েছেন। অনুশীলনে ফেরার জন্য ওয়ান্দাকে বেশ কিছু শর্ত দিয়েছেন ইকার্দি, না হয় তিনি অনুশীলন করবেন না। লাতোরে জানিয়েছেন, ‘তাঁরা কথা বলা শুরু করে দিয়েছে। ওয়ান্দা ইকার্দিকে আজ অনুশীলনে নিয়ে গিয়েছিল। তবে ইকার্দি ওয়ান্দাকে বেশ কিছু শর্ত দিয়েছে যেগুলো পূরণ সাপেক্ষে সে নিয়মিত অনুশীলন করবে।’
শুধু ইকার্দিই যে ওয়ান্দাকে শর্ত দিয়েছেন, ব্যাপারটা তেমন নয়। লাতোরে জানিয়েছেন, সম্পর্ক টিকিয়ে রাখার খাতিরে দুজনই দুজনকে বেশ কিছু শর্ত দিয়েছেন। ওয়ান্দার শর্ত হলো, ‘ওয়ান্দা চায় দুজনই তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দিক। কিন্তু ডিলিট করার আগে দুজনই একটা ছবি পোস্ট করবে, যা প্রমাণ করবে তাঁদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে, জুটি হিসেবে তাঁরা আগের অবস্থায় ফিরে গিয়েছে। এভাবেই ইকার্দির কাছ থেকে সে চিরস্থায়ী বিশ্বস্ততা আদায় করতে চায় ওয়ান্দা।’
বিনিময়ে ইকার্দি ওয়ান্দাকে জানিয়ে দিয়েছেন, একা একা ভ্রমণ করতে পারবেন না তিনি, ‘ওয়ান্দাকে বিভিন্ন অনুষ্ঠানে তারকা হিসেবে যেতে মানা করেছেন ইকার্দি। ইকার্দি চায় না ওয়ান্দা একা একা ব্যক্তিগত জেট বিমানে ভ্রমণ করুক।’ ইকার্দির এই দাবিদাওয়া শুনে ওয়ান্দা খেপে গেছেন বলে জানিয়েছেন ওয়ান্দার বোন জাইরা নারা!
এদিকে ওয়ান্দা-সুয়ারেজ ইনস্টাগ্রামে সমানে দুজন দুজনের উদ্দেশে কাদা ছোড়াছুড়ি করছেন। ওয়ান্দা আকারে-ইঙ্গিতে সুয়ারেজকে দোষারোপ করলে ওদিকে সুয়ারেজ নিজেকে নির্দোষ দাবি করে বিবৃতি দিয়েছেন।