আলোচনা শেষ, এমবাপ্পের সিদ্ধান্তের অপেক্ষায় তাঁর মা
গত সপ্তাহেই কিলিয়ান এমবাপ্পে জানিয়েছেন, সিদ্ধান্ত নেওয়া প্রায় শেষ। আগামী মৌসুমে কোথায় খেলবেন, সেটা জানিয়ে দেবেন জুনের আগেই। প্রথমে সেটা ২৮ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের রাত বলেই ভাবা হয়েছিল। পরে জানা গেছে, আগামী রোববার ভিডিও বার্তায় এমবাপ্পে জানাবেন নিজের সিদ্ধান্তের কথা। সেটা নাকি এগিয়ে শনিবারও হতে পারে বলে শোনা যাচ্ছে। কিন্তু ফুটবলপ্রেমীদের ততক্ষণ বসে থাকতে বয়েই গেছে!
সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় বয়ে যাচ্ছে। কাল রাতে হঠাৎ খবর এসেছে, গত এক বছরের গুঞ্জন মিথ্যা করে পিএসজিতেই রয়ে যাচ্ছেন। এত দিন এমবাপ্পেতে গুণমুগ্ধ রিয়াল মাদ্রিদের সমর্থকেরা এখন তাঁর প্রবল শত্রু হয়ে উঠেছেন। ওদিকে এমবাপ্পেকে হারানোর ভয়ে দিন কাটানো পিএসজির সমর্থকেরা আবার গলায় জোর খুঁজে পাচ্ছেন। কিন্তু এমবাপ্পে আসলেই কী সিদ্ধান্ত নিয়েছেন? সেটা তাঁর মা-ই জানেন না।
দলবদল নিয়ে গত কিছুদিন কোনো মতই জানাচ্ছেন না এমবাপ্পে। বাজারে একের পর এক গুঞ্জনেও একদম চুপ তিনি। এমবাপ্পের কাছের লোকজনের কাছ থেকেই খবর নিয়ে কাজ সারতে হচ্ছে সাংবাদিকদের। এ ক্ষেত্রে তাঁর মা ফাইজা লামারিই এগিয়ে আছেন। কদিন আগে বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা জানিয়েছিলেন, কর ছাড়াই মৌসুমে ৫ কোটি ইউরো বেতন চেয়েছেন এমবাপ্পে। এ জন্যই বার্সেলোনা তাঁকে নিতে আগ্রহ দেখায়নি।
এমন খবর শুনে প্রতিবাদ জানিয়েছিলেন এমবাপ্পের মা লামারি। বলেছিলেন বার্সেলোনার সঙ্গে কখনো তাঁরা আলোচনাতেই যাননি। তো কাদের সঙ্গে আলোচনা করেছেন? পিএসজি ও রিয়াল মাদ্রিদের সঙ্গে। আজ মিসরীয় সংবাদমাধ্যম কোরা প্লাসের কাছে লামারি বলেছেন, ‘এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে আমরা আর কোনো আলোচনা (কোনো দলের সঙ্গে) বসব না, এসব আলোচনার সময় শেষ।’ গত সপ্তাহে এমবাপ্পে ও তাঁর পরিবার কাতারে গিয়েছিলেন, সেখানেই নতুন প্রস্তাব দেওয়া হয়েছে বলে বাজারে গুঞ্জন।
দুই দলের সঙ্গেই যে একসঙ্গে কথা চালিয়ে গেছে এমবাপ্পের পরিবার, সেটাও স্বীকার করে নিয়েছেন লামারি, ‘রিয়াল মাদ্রিদ ও পিএসজির সঙ্গে ঐকমত্যে পৌঁছেছি আমরা। দুই দলের প্রস্তাবেই মিল আছে।’
গতকাল পর্যন্ত শোনা গেছে, এমবাপ্পেকে চুক্তি স্বাক্ষরের বোনাস হিসেবে ১০ কোটি ইউরো দেবে রিয়াল। বেতন করসহ বার্ষিক ৫ কোটি ইউরো। বড় তারকাদের ক্ষেত্রে ইমেজ স্বত্বের ৫০ ভাগ ক্লাবের থাকে, বাকি ৫০ ভাগ খেলোয়াড়ের। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রে ৬০ ভাগ ছিল মহাতারকার। এমবাপ্পের ক্ষেত্রে নাকি ৭৫ ভাগ দিতে রাজি হয়েছিল রিয়াল।
ওদিকে পিএসজি যে প্রস্তাব দিয়েছে, সেটা মাথা ঘুরে যাওয়ার মতো। কাল জানা গেছে, এমবাপ্পেকে রীতিমতো ক্লাবের ‘ক্রীড়া পরিচালক’ই বানিয়ে দেওয়া হচ্ছে। ক্রীড়া প্রকল্পের পুরোটাই নাকি এমবাপ্পের নিয়ন্ত্রণে থাকবে। কোচ বদলানোর ক্ষমতা দেওয়া হবে, যে খেলোয়াড় পছন্দ, তাঁকে আনা হবে, যাঁকে এমবাপ্পের অপছন্দ, বাদ পড়বেন তিনি! আজ চোখ কপালে তোলা আর্থিক প্রলোভনের কথাও শোনা গেছে।
এমবাপ্পেকে চুক্তি স্বাক্ষরের বোনাস হিসেবে নাকি ৩০ কোটি ইউরো দেবে পিএসজি। বেতন কর ছাড়াই বার্ষিক ৬ কোটি ইউরো। কিছু সূত্রের দাবি, সেটা ১০ কোটি ইউরো!
এদিকে রিয়াল নাকি সর্বশেষ একটা চেষ্টা চালিয়েছে, চুক্তি স্বাক্ষরের বোনাস হিসেবে ১৩ কোট ইউরো দেওয়া হবে, আর ছবি স্বত্বের ক্ষেত্রে পুরোটাই ছাড় পাবেন এমবাপ্পে!
লামারিও সেটাই জানিয়েছেন, ‘পিএসজি ও রিয়াল মাদ্রিদ দুই ক্লাবেরই প্রস্তাব প্রায় কাছাকাছি। রিয়ালে ছবি স্বত্বের পুরোটাই আমার ছেলের নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু পিএসজিতে এর আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। দুটি প্রস্তাবের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, প্রায় সমান।’
তাহলে কি এমবাপ্পে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন? লামারি অবশ্য এ ক্ষেত্রে আর বাকি সবার মতোই অন্ধকারে, ‘আমরা এখন ওর সিদ্ধান্তের অপেক্ষায়।’ অপেক্ষায় পুরো ফুটবল দুনিয়াই।