আবেদনে লাভ হলো না চিলির, বিশ্বকাপে ইকুয়েডর

বিশ্বকাপে যাচ্ছে ইকুয়েডরফাইল ছবি: রয়টার্স

এখনো চাইলে আপিল করতে পারবে চিলি। কিন্তু তাতে সিদ্ধান্ত বদলানোর সম্ভাবনা খুব কম। কাতার বিশ্বকাপে ইকুয়েডরের খেলা নিয়ে যে শঙ্কা জেগেছিল, সেটা অনেকটাই কেটে গেছে। গত মাসে ফিফার কাছে চিলি ফুটবল ফেডারেশন অভিযোগ করেছিল, বাছাইপর্বে নিয়ম ভেঙে ‘অযোগ্য’ খেলোয়াড় মাঠে নামিয়েছে ইকুয়েডর। তাতে দক্ষিণ আমেরিকা (কনমেবল) অঞ্চল থেকে বিশ্বকাপে ইকুয়েডরের জায়গাটা চিলিই পেত। কিন্তু আজ তদন্তে ফিফা ইকুয়েডরের পক্ষেই রায় দিয়েছে।

আরও পড়ুন
বায়রন কাস্তিয়োকে বিশ্বকাপ বাছাইপর্বে খেলিয়ে বিপদে ইকুয়েডর
ফাইল ছবি: এএফপি

চতুর্থ দল হিসেবে কনমেবল থেকে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ইকুয়েডর। তরুণ এই দলটি বিশ্বকাপে বেশ আলোড়ন ফেলবে, এ নিয়ে অনেকেই আশাবাদী। ২১ নভেম্বর কাতারের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা তাদের। কনমেবল থেকে শীর্ষ চার দল সরাসরি বিশ্বকাপে জায়গা পায়। পঞ্চম দল প্লে-অফের সুযোগ পায়। সে সুযোগটা এবার পেরু পাচ্ছে। ১৩ জুন এশিয়া অঞ্চলের দল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্লে-অফে মাঠে নামবে পেরু। তবু সাতে থাকা চিলিই ইকুয়েডরের বিরুদ্ধে আপিল করেছে।

ইকুয়েডরের রাইটব্যাক বায়রন দাভিদ কাস্তিয়োকে নিয়েই অভিযোগ চিলির।
তাদের দাবি, কাস্তিয়ো তাঁর জন্মসনদ নিয়ে জালিয়াতি করেছেন এবং তাঁর জন্ম কলম্বিয়ায়। এ অভিযোগ প্রমাণিত হলে ইকুয়েডরের হয়ে কাস্তিয়ো বাছাইপর্বে যে আট ম্যাচ খেলেছেন, তার সবগুলোতেই পয়েন্ট কাটত ফিফা। অর্থাৎ কাস্তিয়ো যেসব ম্যাচে ইকুয়েডরের হয়ে খেলেছেন, সেসব ম্যাচে পূর্ণ পয়েন্ট পেত প্রতিপক্ষ দলগুলো। এতে সাত থেকে চারে চলে যেত চিলি! এ কারণেই দেশটি এ নিয়ে এত আগ্রহী ছিল।

আরও পড়ুন
বাছাইপর্বে খুব বাজে করেছে চিলি
ফাইল ছবি : রয়টার্স

তবে ফিফা ইকুয়েডরের পক্ষেই রায় দিয়েছে। আজ এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ‘ইকুয়েডর জাতীয় দলের হয়ে কাতার বিশ্বকাপের বাছাইপর্বের আটটি ম্যাচে বায়রন দাভিদ কাস্তিয়োর মাঠে নামার সম্ভাব্য অযোগ্যতার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সংশ্লিষ্ট সব পক্ষের দেওয়া তথ্য ও প্রমাণাদি বিশ্লেষণ করে ফিফার শৃঙ্খলা কমিটি ইকুয়েডর ফুটবল ফেডারেশনের বিপক্ষে ওঠা সব অভিযোগ খারিজ করার সিদ্ধান্ত নিয়েছে।’

আরও পড়ুন
কলম্বিয়াও আশায় ছিল এ রায় নিয়ে
ফাইল ছবি: এএফপি

চিলির যে এখনো এ নিয়ে লড়ে যাওয়ার সুযোগ আছে, সেটিও বিবৃতিতে জানিয়ে দিয়েছে ফিফা, ‘শৃঙ্খলা কমিটির নেওয়া এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। ফিফার শৃঙ্খলা নীতি অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল করতে পারবে সংশ্লিষ্টরা। সে ক্ষেত্রে সেটা ফিফার আইনি বিভাগে প্রকাশিত হবে। ফিফা আপিল কমিটির কাছে আপিল করা সাপেক্ষে বর্তমান সিদ্ধান্ত বলবৎ থাকবে।’

আরও পড়ুন