আবাহনীকে নিয়ে চিন্তিত মোহনবাগানের ইউরো তারকা

আবাহনীকে নিয়ে চিন্তায় মোহনবাগানের ফিনিশ ফুটবলারছবি: টুইটার

আবাহনী মোহনবাগানের খুব অপরিচিত প্রতিপক্ষ নয়। অতীতে বেশ কয়েকবারই দুই বাংলার দুই দল মুখোমুখি হয়েছে ময়দানি লড়াইয়ে। তাতে কখনো জিতেছে মোহনবাগান, কখনো আবাহনী। তবে কাল এএফসি কাপের প্লে–অফের দ্বিতীয় পর্বে বাংলাদেশের ক্লাবের বিপক্ষে খেলতে নামার আগে কিছুটা চিন্তিত মোহনবাগানের ফিনল্যান্ডের ফুটবলার জনি কাউকো। গত বছর ‘২০২০ ইউরো’তে ফিনল্যান্ডের হয়ে খেলা এ ফুটবলারের কাছে আবাহনী একেবারেই ‘অচেনা’ প্রতিপক্ষ। আর এমন প্রতিপক্ষের বিপক্ষে যে ঝুঁকিটা থাকে, সেটি নিয়েই চিন্তায় ফিনিশ তারকা।

আবাহনী ‘অচেনা দল’ মোহনবাগানের ইউরো তারকার কাছে
ছবি: প্রথম আলো

আগামীকাল কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে নিশ্চিত করেই আবাহনীর বড় হুমকি কাউকো। কিছুদিন আগে প্লে–অফে নিজেদের প্রথম ম্যাচে মোহনবাগান শ্রীলঙ্কার ব্লু স্টার দলকে ৫–০ গোলে উড়িয়েছিল। জনি কাউকো তাতে জোড়া গোল করেছিলেন। তবে লঙ্কান প্রতিপক্ষের চেয়ে বাংলাদেশি প্রতিপক্ষ যে এগিয়ে, সেটি মানেন এ ইউরো তারকা, ‘আবাহনী দল সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই। ইউটিউবে ওদের কিছু খেলা দেখেছি, ধারণা বলতে এতটুকুই। প্রতিপক্ষ অচেনা বলেই চিন্তিত আমি। কারণ, অচেনা প্রতিপক্ষ সব সময়ই ভয়ংকর হয়।’

ইউরো ২০২০ খেলা ফিনিশ ফুটবলার খেলছেন মোহনবাগানে
ছবি: টুইটার

ইউটিউব দেখে আবাহনীকে বেশ ভালো দলই মনে হয়েছে মোহনবাগানের ফিনল্যান্ড তারকার, ‘আমরা শুনেছি, আবাহনী বেশ শক্তিশালী। তাদের বিদেশিরা বেশ ভালো মানের। তবে আমরা খেলাটা ৯০ মিনিটের মধ্যে শেষ করতে চাই।’

ব্লু স্টারের বিপক্ষে জোড়া গোল করেছিলেন ভারতীয় দলে খেলা মোহনবাগানের আরেক তারকা মানবীর সিং। তিনিও আবাহনীকে শক্তিশালী দলই বলছেন, ‘ব্লু স্টারের চেয়ে আবাহনী অনেক শক্তিশালী দল। তাদের রক্ষণ বেশ শক্তিশালীই মনে হয়েছে। তবে এ ম্যাচে আমাদের সমর্থকেরা বড় প্রেরণা আমাদের।’